‘পুরুষ অপরাধ করলে, তার সঙ্গীনিকেই দোষ দেওয়া হয়’, শিল্পার সমর্থনে মুখ খুললেন রিচা
Richa Chadha: রিচা মনে করেন, কোনও পুরুষ দোষ করলে, তাঁর সঙ্গে সম্পর্কিত মহিলাকে দোষী সাব্যস্ত করে এই সমাজ।
পরিচালক হনসল মেহেতার পর আরও একজন বলিউডি ব্যক্তিত্বকে পাশে পেলেন শিল্পা শেট্টি। এ বার শিল্পার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা। রাজ কুন্দ্রা গ্রেফতারির পর থেকে শিল্পার ব্যক্তি জীবন নিয়ে যে ভাবে কাটাছেঁড়া চলছে, যে ভাবে কুরুচিপূর্ণ মিম তৈরি করে শিল্পাকে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধে মুখ খুললেন রিচা।
রিচা মনে করেন, কোনও পুরুষ দোষ করলে, তাঁর সঙ্গে সম্পর্কিত মহিলাকে দোষী সাব্যস্ত করে এই সমাজ। হনসলের টুইট রিটুইট করে রিচা লিখেছেন, ‘এটা তো আমাদের জাতীয় খেলা। কোনও মহিলার পুরুষ সঙ্গী দোষ করলে সেই মহিলাকেই দায়ী করা হয়।’
We’ve made a national sport out of blaming women for the mistakes of the men in their lives. Glad she’s suing. https://t.co/XSK2sQY0uo
— TheRichaChadha (@RichaChadha) July 31, 2021
এর আগে হনসল টুইট করেন, ‘আপনি যদি শিল্পার পাশে দাঁড়াতে না পারেন, ওকে অন্তত একা থাকতে দিন। আইনকে বিচার করতে দিন। শিল্পার মর্যাদা রয়েছে, ব্যক্তি জীবন রয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনায় যাঁরা পাবলিক ফিগার তাঁদের কিছু প্রমাণ হওয়ার আগেই দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। যা ক্ষতি হওয়ার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ভাল সময়ে সকলে একসঙ্গে পার্টি করে। কিন্তু খারাপ সময়ে সকলে চুপ করে থাকেন।’
গত মঙ্গলবার রাজ কুন্দ্রাকে আরও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের সেশন কোর্ট। রাজের পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়ার কথা ছিল গত ২৭ জুলাই। কিন্তু তা হয়নি। জামিনের আবেদনও খারিজ হয়ে যায় গত ২৮ জুলাই। পর্নোগ্রাফি ব়্যাকেটের সঙ্গে সরাসরি যোগ থাকার অভিযোগে রাজ গ্রেফতার হয়েছিলেন গত ১৯ জুলাই। তাঁর স্ত্রী শিল্পা শেট্টিকেও জেরা করে পুলিশ। শোনা যাচ্ছে, শিল্পাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখছে।
আরও পড়ুন, ক্রাইম থ্রিলার ‘লভ হোস্টেল’-এর শুটিং শেষ করলেন বিক্রান্ত, সান্যা এবং ববি