Saif Ali Khan: ইব্রাহিমকে নিয়ে চরম দুশ্চিন্তায় সইফ, ছেলের ব্যবহার ভাবাচ্ছে তাঁকে!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 05, 2022 | 6:52 PM

Saif Ali Khan: ছেলে ইব্রাহিমকে নিয়ে চরম দুশ্চিন্তায় সইফ আলি খান। তাঁর ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে কার্যত আশঙ্কায় সইফ।

Saif Ali Khan: ইব্রাহিমকে নিয়ে চরম দুশ্চিন্তায় সইফ, ছেলের ব্যবহার ভাবাচ্ছে তাঁকে!
ছেলে ইব্রাহিমকে নিয়ে চিন্তায় সইফ।

Follow Us

ছেলে ইব্রাহিমকে নিয়ে চরম দুশ্চিন্তায় সইফ আলি খান। তাঁর ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে কার্যত আশঙ্কায় সইফ। এরই মধ্যে ইব্রাহিমের ব্যবহারও ভাবাচ্ছে তাঁকে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ছোটে নবাব।

তিনি বলেন, “ওর ভবিষ্যৎ নিয়ে আমি যথেষ্ট ভাবিত। ও পরিশ্রম করছে সে জন্য আমি খুশি। কিন্তু আগামী দিনে যে কী হবে বাবা হিসেবে তা নিয়ে চিন্তিত আমি।” সইফ যোগ করেন ইব্রাহিম বড় বেশি বিনয়ী। কোনও কিছুর ভান করতে পারেন না। তাঁর এই ব্যবহারও ভাবাচ্ছে তাঁকে। সইফে কথায়, “একটা বয়স অবধি বিনয়ী হওয়া বা এই ধরনের আচরণ ভাল। কিন্তু একটু বড় বয়সে এই রকমের আচার আচরণ খুব একটা ঠিক নয়।” সইফ কী হতে চান তা নিয়ে চর্চা চলছে বিগত বেশ কিছু বছর ধরেই। বাবা-মা-দিদির মতো তিনিও কি অভিনয় করবেন নাকি শাহরুখ খানের ছেলের মতো তাঁকে দেখা যাবে পর্দার পিছনে কাজ করতে? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বলিউডের অন্দরে। করণ জোহরের সহকারী হিসেবে তাঁর কাজের কথা শোনা গিয়েছিল। অর্জুন কাপুর থেকে শুরু করে বহু অভিনেতাই করণকে অ্যাসিস্ট করে বলিউডে জায়গা পাকা করেছেন। সইফেরও কি সেরকম ইচ্ছে? সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কিছুদিন আগে অভিনেতা শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে উত্তাল হয়েছিল বলিপাড়া। যদিও জানা গিয়েছে, কাজের জন্যই একসঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। প্রেমের খবর অস্বীকার করেছেন পলক। অস্বীকার করেছিলেন ইব্রাহিমও।

 

 

Next Article