Jawan Box Office: বাদশার বাজিমাত, ১৪ দিনেই ‘জওয়ান’ ঘরে ১০০০ কোটি

Box Office: মোট হাজার পঁচিশ কোটি টাকা আয় করেছিল শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান'। তাই বলে মাত্র দুই সপ্তাহে হাজার কোটি টাকা আয় করবে কোনও ছবি এ কথা ভারতের বক্স অফিস অতিতে ভেবেছে? না, এতটা সাফল্যের কথা ভাবার সাহস অতীতে কেউ দেখায়নি, তবে কথায় না, এবার তা কাজে করে দেখালেন শাহরুখ খান। '

Jawan Box Office: বাদশার বাজিমাত, ১৪ দিনেই 'জওয়ান' ঘরে ১০০০ কোটি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 1:34 PM

বলিউডের ভাগ্যের চাকা ঘুরবে এভাবে তা কে কেউ ভেবেছিল? সবেমাত্র দক্ষিণই দুনিয়ার রমরমা বাজার শুরু। একশ্রেণি বলতে শুরু করেছিল ‘বলিউড তলানিতে গিয়ে পৌঁছিয়েছে’, ‘বলিউড থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে’। তাঁদের চাই নতুন মুখ নতুন হিরো। সত্যি কি তাই! বলিউড বাদশা তাঁর ম্যাজিক এবার দেখিয়ে দিলেন গোটা বিশ্বকে। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, যে শাহরুখ খান ফ্লপ-এর ধাক্কা সহ্য করতে না পেরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, তিনি কিনা পরপর দুই ব্লকবাস্টার ছবি উপহার দিলেন। বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। যা প্রথম হিন্দি ছবি, হাজার কোটি টাকা স্পর্শ করেছিল। গড়েছিল ইতিহাস।

মোট হাজার পঁচিশ কোটি টাকা আয় করেছিল শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। তাই বলে মাত্র দুই সপ্তাহে হাজার কোটি টাকা আয় করবে কোনও ছবি এ কথা ভারতের বক্স অফিস অতিতে ভেবেছে? না, এতটা সাফল্যের কথা ভাবার সাহস অতীতে কেউ দেখায়নি, তবে কথায় না, এবার তা কাজে করে দেখালেন শাহরুখ খান। ‘জাওয়ান’ ছবি মাত্র ১৪ দিনে ঘরে তুলল হাজার কোটি টাকা। আর মাত্র ২৫ কোটি টাকা ঘরে উঠে আসলেই এই ছবি পার করে যাবে ‘পাঠান’ ছবির কালেকশনকে। শাহরুখ বনাম শাহরুখ, নিজেকেই করা টক্কর ও চ্যালেঞ্জ দিয়ে কীভাবে নিজেই দাপিয়ে বেড়াতে হয় তা আরও একবার প্রমাণ করে দিলেন শাহরুখ খান।

এক বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল ‘জওয়ান’ ছবি, তার দু সপ্তাহ মাথায় হাজার কোটি টাকা সেলিব্রেশনে মেতে উঠেছে ভক্তরা। এই ছবিতে আরও বেশ কিছুদিন বক্স অফিসে ঝড় তুলে রাখবে এবং আয় অব্যাহত রাখবে তাও অনুমান করাই যায়। এখন দেখা শাহরুখ খানের এই জাওয়ান ঝড় মোট কত কোটি টাকায় গিয়ে থামে। এরপর রয়েছে তালিকায় তাঁর পরবর্তী ছবি ডানকি। তবে সে ছবি আর চলতি বছরে মুক্তি পাচ্ছে না। জাওয়ান মুক্তির পর এখন সকলে লক্ষ্য স্থির টাইগার ছবিতে। এখন দেখা সলমন খান শাহরুখের এই বেঞ্চমার্ক টপকে যেতে পারেন কি না।