ইনায়ার ঘরের সিসিটিভি ফুটেজ ফাঁস, ভোরে সেখানে কী হয়?
Soha Ali Khan: সোহার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবে ঘুম থেকে উঠেছে সোহা। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে অবাক হয়ে সে তাকিয়ে রয়েছে কুণাল খেমুর দিকে।
নিরাপত্তার জন্যই বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসান অনেকে। ব্যতিক্রম নন বলিউড অভিনেত্রী সোহা আলি খানও। বাড়ির নির্দিষ্ট কিছু জায়গায় সিসিটিভি বসিয়েছেন তিনি। বাদ যায়নি মেয়ে ইনায়া খেমুর ঘরও। সেই ঘরের সিসিটিভি ফুটেজ এ বার প্রকাশ্যে। মেয়ের ঘরে প্রতিদিন ভোরে কী হয়, তা এ বার অনুরাগীরদের সঙ্গে শেয়ার করলেন তিনি।
সোহার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবে ঘুম থেকে উঠেছে ইনায়া। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে অবাক হয়ে সে তাকিয়ে রয়েছে কুণাল খেমুর দিকে। বাবা অর্থাৎ কুণাল মেয়ের ঘরে ভোরবেলা কী করছেন? মেয়ের জন্য নাচছেন কুণাল। মেয়েকে নেচে নেচে ঘুম থেকে তুলছেন তিনি। কিছুক্ষণ বাবাকে অবাক হয়ে দেখার পর ইনায়াও বাবার সঙ্গে নাচতে শুরু করেছে।
View this post on Instagram
সোহার শেয়ার করা এই ভিডিয়ো এখন ভাইরাল। বাবা, মেয়ের এই চমৎকার এই সম্পর্কের মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সোহা লিখেছেন, ‘আমাদের বাড়িতে ভোর সাড়ে ছটায় আরও একটা দিন’।
বলি ইন্ডাস্ট্রিতে স্টার কিডদের তালিকায় ইনায়া প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় সে। মামাতো দাদা তৈমুরের সঙ্গে ইনায়ার বিভিন্ন মুহূর্তের ছবিও সোশ্যাল অডিয়েন্স পছন্দ করেন। একরত্তি ইনায়াকে কী ভাবে এই সময়টা বাড়িতে সামলাচ্ছেন, তার বিভিন্ন ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোহা। কখনও পোষ্যর সঙ্গে খেলছে মেয়ে। কখনও রুটি করছে। কখনও বাবার সঙ্গে বসে ছবি আঁকছে। দিনভর মেয়েকে সঙ্গ দেন তিনি। তাঁর পরামর্শ বাড়িতে থেকে বাবা-মায়েরা হতাশ না খেয়ে সন্তানদের সময় দিন। তাতেই মানসিক ভাবে ওদের ভাল রাখা সম্ভব।
আরও পড়ুন, ওয়েব সিরিজ ‘টাকি টেলস’-এ ফ্রেমবন্দি মেয়ে পাচারের গল্প