AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওয়েব সিরিজ ‘টাকি টেলস’-এ ফ্রেমবন্দি মেয়ে পাচারের গল্প

Web Series: আগামী ১৫ জুন থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ তা দেখা যাবে। ২৩ থেকে ২৮ মিনিটের মোট ছটি এপিসোড রয়েছে এই সিরিজে।

ওয়েব সিরিজ ‘টাকি টেলস’-এ ফ্রেমবন্দি মেয়ে পাচারের গল্প
‘টাকি টেলস’-এ অভিনেতারা।
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 3:09 PM
Share

মেয়ে পাচার। বাস্তবের অত্যন্ত পরিচিত ঘটনা। কখনও পাচার হয়ে যাওয়া মেয়েদের উদ্ধার করা সম্ভব হয়। তাঁরা উঠে আসেন সংবাদ শিরোনামে। কখনও বা পাচার হয়ে জীবনের অন্য বাঁকে হারিয়ে যান তাঁরা। এ হেন ঘটনাকেই এ বার ফ্রেমবন্দি করলেন পরিচালক সুব্রত গুহ রায়। শুভ্র রায়ের লেখা গল্পকে কেন্দ্র করে ‘টাকি টেলস’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতারা। আগামী ১৫ জুন থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ তা দেখা যাবে। ২৩ থেকে ২৮ মিনিটের মোট ছটি এপিসোড রয়েছে এই সিরিজে।

টাকি টেলস প্রসঙ্গে TV9 বাংলাকে শুভ্র বলেন, “ডকুমেন্টারির জন্য বিভিন্ন বর্ডার এলাকায় কাজ করেছি। ট্রাফিকিং দেখেছি। ব্যারাকপুরে বড় হয়েছি আমি। দুই গ্যাংয়ের মারামারি ছোট থেকেই দেখেছি। সেখান থেকেই এই গল্পের ভাবনার সূত্রপাত।” শুভ্র এই ছবির সম্পাদনা এবং টাইটেল মন্তাজের দায়িত্বও সামলেছেন।

শুভ্র জানালেন, পুলিশের এক সাব ইনসপেক্টরে ঘিরে তৈরি হয়েছে চিত্রনাট্য। যাঁর অবসর গ্রহণের আর চার বছর বাকি। জীবনে কিছুই তেমন করা হয়নি। হঠাৎই একদিন এক অচেনা মহিলা কন্ঠের ফোন আসে তাঁর কাছে। ফোনে জানানো হয়, একজন মেয়ে পাচার হচ্ছে। তিনি যদি উদ্ধার করেন। তিনি প্রথমে রাজি হননি। তাঁর এক সহকর্মী সিভিক ভলিন্টিয়ার তাঁকে কেসটা নেওয়ার জন্য জোর করতে থাকেন। নিজে দায়িত্ব নিয়েই সেই কেস সলভ করেন ওই সাব ইনসপেক্টর। কিন্তু ওই ফোনটা আসতেই থাকে তাঁর কাছে। ক্রমাগত কেন আসছে ওই ফোন? এই নিয়েই বোনা হয়েছে গল্পের জাল।

Sagnik-Disha

মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাগ্নিক চট্টোপাধ্যায় এবং দিশা সমাজপতি।

পাচারকারীদের এই জঘন্য কার্যকলাপ কি থামাতে পারবেন ওই সাব ইনসপেক্টর? নোংরা রাজনৈতিক আর উপর মহলের আঁতাত উপেক্ষা করে সমস্যার সমাধান করতে পারবেন? শেষ পর্যন্ত কি খুঁজে পাওয়া যাবে এই রহস্যময়ী মেয়েটিকে? ‘টাকি টেলস’-এ দেখা যাবে রহস্যময়ী ইছামতি জুড়ে নৃশংস গ্যাং যুদ্ধ, প্রতিশোধ, প্রেম, কামনা, বিশ্বাসঘাতকতা এবং ন্যায়, অন্যায়ের একটি গল্প। একটি রোমহর্ষক ক্রাইম থ্রিলার।

এই ওয়েব সিরিজে শঙ্কর চক্রবর্তী, সাগ্নিক চট্টোপাধ্যায় (সিনিয়র), তরঙ্গ সরকার, দিশা সমাজপতি, সাগ্নিক চট্টোপাধ্যায় (জুনিয়র), ঊষসী রায়, ভাস্কর দত্ত, অনির্বাণ ভট্টাচার্য , সুব্রত গুহ রায়, নমিতা চক্রবর্তী ও আর্যা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখবেন দর্শক।

আরও পড়ুন, নতুন চরিত্রে রাহুল দেব বসু, কোন ধারাবাহিকে জানেন?