Bolly Throwback: প্রথম ছবিতে জাহ্নবী নেন ৬০ লক্ষ, মা শ্রীদেবীর পারিশ্রমিক কত ছিল?
Bolly Throwback: জাহ্নবী কাপুর এই মুহূর্তের ব্যস্ততম অভিনেত্রী। নতুন প্রজন্মদের মধ্যে তাঁর নাম প্রথম সারিতে। তবে তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর বড় মেয়ে। 'ধড়ক' ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন জাহ্নবী। ওই ছবির জন্য তিনি নিয়েছিলেন ৬০ লক্ষ টাকা।

জাহ্নবী কাপুর এই মুহূর্তের ব্যস্ততম অভিনেত্রী। নতুন প্রজন্মদের মধ্যে তাঁর নাম প্রথম সারিতে। তবে তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর বড় মেয়ে। ‘ধড়ক’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন জাহ্নবী। ওই ছবির জন্য তিনি নিয়েছিলেন ৬০ লক্ষ টাকা। ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন আরও এক স্টারকিড শাহিদ কাপুরের সৎ ভাই ঈশান খট্টর। ছবিটি বক্স অফিসেও ব্যাপক হিট হয়েছিল। এ তো গেল জাহ্নবীর কথা। আর মা শ্রীদেবী? মাত্র ১৩ বছর বয়সে দক্ষিণী ছবির মধ্যে দিয়ে সিনে দুনিয়ার সঙ্গে পরিচয় ঘটেছিল তাঁর। সেই ছবির জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন তিনি? শুনলে চমকে যাবেন! ছবির নাম ছিল ‘মুন্দ্রু মুদিচু’- -এটি একটি তামিল রোম্যান্টিক থ্রিলার। ওই ছবির জন্য শ্রীদেবীর পারিশ্মিক ছিল মাত্র ৫০০০ টাকা। সে যদিও ৮০র দশকের কথা।
সে সময় এক ১৩ বছরের মেয়ের জন্য ৫০০০ কিন্তু নেহাতই কম ছিল না। ১৯৭৫ সালে ‘জুলি’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন শ্রীদেবী। ১৯৭৯ সালে ‘ষোলা সাওন’ ছবির মধ্যে প্রকৃত ডেবিউ হয় তাঁর। যদিও সেই ছবি বক্স অফিসে ডুবে গিয়েছিল। তবে শ্রীদেবীর রূপ মুগ্ধ করেছিল সকলকেই। তাঁকেও আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিছু বছর পরেই ছবির জন্য তিনিই প্রথম অভিনেত্রী যিনি এক কোটি টাকা দাবি করেছিলেন। শুধু যে দাবি করেছিলেন এমনটা কিন্তু নয়, ওই টাকা পেয়েওছিলেন শ্রীদেবী। আর জাহ্নবী? ৬০ লক্ষ টাকা দিয়ে কেরিয়ার শুরু করলেও, কিছু বছরের মধ্যেই তাঁর পারিশ্রমিক বাড়িয়ে করে দেন ৬ কোটি টাকা। কিন্তু পরপর বক্স অফিসে বেশ কিছু ফ্লপ দেওয়ার ফলে এই মুহূর্তে তিনি ছবি প্রতি তিন কোটি নিচ্ছেন বলেই সাম্প্রতিক খবর।
