Tripti Dimri: হতে পারতেন অনুষ্কার বৌদি, জানেন শর্মা পরিবারের সঙ্গে তৃপ্তির এই সংযোগ?
Tripti Dimri: অ্যানিম্যাল' ছবিটি দেখেছেন? ছবির হিরোইন রশ্মিকা মন্দানার থেকেও যে মানুষটিকে নিয়ে মাতামাতি হচ্ছে তিনি তৃপ্তি দিমড়ি। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর শয্যাদৃশ্য নিয়ে হচ্ছে নানা কথা। জানেন কি একদা কোহলি ও শর্মা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই তৃপ্তির!

‘অ্যানিম্যাল’ ছবিটি দেখেছেন? ছবির হিরোইন রশ্মিকা মন্দানার থেকেও যে মানুষটিকে নিয়ে মাতামাতি হচ্ছে তিনি তৃপ্তি দিমড়ি। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর শয্যাদৃশ্য নিয়ে হচ্ছে নানা কথা। জানেন কি একদা কোহলি ও শর্মা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই তৃপ্তির! অনুষ্কার দাদা কর্ণেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। এক ঘনিষ্ঠ ছবি দিয়ে প্রেমের খবরে শিলমোহরও দিয়েছিলেন তাঁরা। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর আর একসঙ্গে নেই তাঁরা। হয়ে গিয়েছে বিচ্ছেদ। দু’জন দু’জনকে ইনস্টাগ্রামেও করে দিয়েছেন আনফলো। কেন বিচ্ছেদ হল তাঁদের, তা যদিও অজানা। এক ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন তৃপ্তি। আর তাতেই ঘনীভূত হয়েছিল বিতর্ক।
‘বুলবুল’ ছবির মধ্যে দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তৃপ্তির। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ওই ছবির প্রযোজক ছিলেন কর্ণেশ। সেখান থেকেই শুরু হয় প্রেম। যদিও সেই প্রেমের পরিণতি সুখকর হয়নি। তবে ছবিটি ব্যাপক হিট হয়। এই মুহূর্তে তিনি সেনসেশন। হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। সুপারহিট হয়েছে ‘অ্যানিম্যাল’। আগামী দিনে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে তাঁকে। ছবির প্রযোজক করণ জোহর। সমালোচকদের মতে আগামী দিনে বলিউডে এই তৃপ্তিই হতে চলেছেন তিনি।
View this post on Instagram





