Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: লাদাখে শুটিং করতে গিয়ে ভরিয়ে রেখেছে জঞ্জালে! আমির খানের বিরুদ্ধে টুইটারে সরব অভিযোগকারী

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চড্ডা’র জন্য লাদাখে শুটিং করছেন আমির খান ও নাগা চৈতন্য। ছবিতে করিনা কাপুর খান ও মোনা সিংও অভিনয় করেছেন।

Aamir Khan: লাদাখে শুটিং করতে গিয়ে ভরিয়ে রেখেছে জঞ্জালে! আমির খানের বিরুদ্ধে টুইটারে সরব অভিযোগকারী
আমির খান
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 10:48 PM

লাদাখে ছবির শুটিং করছেন আমির ‘পারফেকশনিস্ট’ খান। ‘লাল সিং চড্ডা’র শুটিং চলছে পুরোদমে। যোগ দিয়েছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যে। সম্প্রতি, গোটা ফিল্ম টিমকে এক হাত নিলেন টুইটার ব্যবহারকারী। তিনি  বলেন যে লাদাখের ওয়াখা গ্রামে ফিল্ম শুটিংয়ের পর ‘লাল সিং চড্ডা’র গোটা টিম জায়গাটিকে জঞ্জালে ভরিয়ে দিয়েছে।

একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছেন সেই ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে জলের বোতল পড়ে রয়েছে যত্রতত্র।, টুইটার ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, “এটি একটি উপহার যা বলিউড তারকা আমির খানের আসন্ন ফিল্ম ‘লাল সিং চড্ডা’ লাদাখের ওয়াখার গ্রামবাসীদের জন্য রেখে গিয়েছেন। ‘সত্যমেব জয়তে’-তে আমির খান নিজে পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বড়-বড় কথা বলেন, তবে নিজের ক্ষেত্রে এমনটাই ঘটে।”

টুইটার ব্যবহারকারী অভিযোগ, ‘লাল সিং চড্ডা’র শুটিং লোকেশন ওটা ছিল। তিনি ছবির ক্রুয়ের ফিল্মিংয়ের ভিডিয়ো প্রকাশ করেছেন। এক প্রতিবেদন অনুসারে, আমির খানের টিম বলে যে অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জালের প্রথম ক্লিপটি একটি পুরোনো ভিডিয়ো।

বর্তমানে অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চড্ডা’র জন্য লাদাখে শুটিং করছেন আমির খান ও নাগা চৈতন্য। ছবিতে করিনা কাপুর খান ও মোনা সিংও অভিনয় করেছেন। ছবিটি টম হ্যাঙ্কস অভিনীত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক।

আরও পড়ুন Sreelekha Mitra: বিয়ে করবেন না শ্রীলেখা! বললেন, “ন্যাড়া একবারই বেলতলা গেছে…”