Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bijaya Dashami 2021: সিঁদুর খেলায় মাতলেন যিশু-পত্নী অভিনেত্রী নীলাঞ্জনা, সাবেকি সাজে মাকে জানালেন ‘বিদায়’

যিশুর মতো নীলাঞ্জনাও জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু তিনি এখন অভিনয় থেকে বিরত। যদিও ফ্যান-ফলোয়াররা তাঁর অভিনয় থেকে সরে আসার বিষয়টা কিছুতেই মাতে চান না। তাঁরা ফিরে পেতে চান প্রিয় মোনাকে।

Bijaya Dashami 2021: সিঁদুর খেলায় মাতলেন যিশু-পত্নী অভিনেত্রী নীলাঞ্জনা, সাবেকি সাজে মাকে জানালেন 'বিদায়'
নীলাঞ্জনা ভৌমিক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 6:16 AM

অনেক দিন হল তাঁকে আর অভিনয় করতে দেখা যায় না। পুরোদস্তুর গৃহিণী হয়ে উঠেছেন ‘হিপ হিপ হুররে’-এর মোনা। দুই মেয়ে সারা ও জ়ারাকে নিয়ে তিনি সবসময়ই ব্যস্ত থাকেন। তাঁর উপর স্বামী ও জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর খেয়াল রাখা তো আছেই। তবে একটি বিষয় থেকে কখনওই বিরত থাকেন না নীলাঞ্জনা। তা হল সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে। নিয়ম পোস্ট করেন বিভিন্ন মুহূর্তের ছবি। জানান দেন কী ঘটছে তাঁর জীবনে।

এই যেমন গতকাল (শুক্রবার) ছিল বিজয়া দশমী। পাড়ার পুজোয় ঘটা করে সিঁদুর খেলা হয়েছে। সেখানে প্রতিবারই মেতে থাকে সেনগুপ্ত পরিবার। কলকাতা-মুম্বইয়ের কাজ সামলে হাজার ব্যস্ততার মাঝে উপস্থিত থাকেন যিশুও। এবারও তার অন্যথা হয়নি। সপরিবারে দুর্গা পুজোয় মেতে ছিলেন তাঁরা প্রত্যেকে।

প্রতি মুহূর্তের পুজো স্পেশ্যাল ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনাও। কিন্তু যে ছবির আকর্ষণ হয়ে উঠল, তা হল বিজয়া দশমীতে তাঁদের সিঁদুর খেলা। লাল পাড় সাদা সাবেকি শাড়ি, সোনার গয়না ও ছোট করে কাটা চুলে নীলাঞ্জনাকে মানিয়েছিল বেশ। আর পাঁচজনের মতো তিনিও ননদ রাইকে নিয়েই সিঁদুর খেলতে গিয়েছিলেন।

মা দুর্গাকেও বরণ করলেন সাবেকিভাবেই। পান পাতায় আদর করলেন মাকে। খাওয়ালের মিষ্টিও। দেদার সিঁদুর খেললেন। সিঁদুর ছোঁয়ালেন পাড়ার অন্যান্য বিবাহিতাদের কপালে। ননদ রাইয়ের সঙ্গে তুললেন একাধিক ছবি। ননদও বউদির সিঁদুর খেলার নানা মুহূর্তের ছবি তুলে নিলেন। এটাই বোধ হয় সিঁদুর খেলার চিরাচরিত ছবি। তারপর একটা গোটা বছরের অপেক্ষা।

যিশুর মতো নীলাঞ্জনাও জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু তিনি এখন অভিনয় থেকে বিরত। যদিও ফ্যান-ফলোয়াররা তাঁর অভিনয় থেকে সরে আসার বিষয়টা কিছুতেই মাতে চান না। তাঁরা ফিরে পেতে চান প্রিয় মোনাকে।

আরও পড়ুন: Lucky Ali Daughter: গায়ক লাকি আলির কন্যার এই ছবিগুলি এখন ইন্টারনেট সেনসেশন, নেটিজ়েন মুগ্ধ তাঁর রূপে