সিনেমার পাশাপাশি এখন সমান জনপ্রিয়তা পেয়েছে ওয়েব সিরিজ। বরং চলা চলে প্যানডেমিক-পরবর্তী পৃথিবীতে ওয়েব সিরিজের জনপ্রিয়তা সিনেমার চেয়ে ক্ষেত্রবিশেষে বেড়েওছে। এখন খবর হল, এবার থেকে গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উৎসব বা ইফির প্রতিযোগিতা বিভাগে স্থান পাচ্ছে ওয়েব কন্টেন্ট (সিরিজ ও সিনেমা)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে মন্ত্রী অনুরাগ ঠাকুর কিছুদিন আগেই এই কথা জানিয়েছেন। এতে অবশ্যই উৎসাহিত ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত কলাকুশলীরা। ভারতীয় ভাষার যে কোনও ওয়েব সিরিজ এই প্রতিযোগিতায় অংশ নেবে।
আর কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমাপ্রেমী মানুষের কাছে এই বার্ষিক উৎসব এক পরম প্রাপ্তি। অধীর আগ্রহ নিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য অপেক্ষা করেন সিনেপ্রেমীরা। আলোচনা চলছে ওয়াকিবহাল মহলে, গোয়ার পর কি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ওয়েব কন্টেন্ট স্থান পেতে পারে? এই নিয়ে নানা মত উঠে আসছে। পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকি বহু বছর ধরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত। তিনি জানিয়েছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যদি ওয়েব কন্টেন্ট দেখানো, হয় সেটা টেকনিক্যাল দিক থেকে একটু সমস্যার। কারণ, সিনেমার সময় থাকে দু’ঘন্টার মতো। কিন্তু সিরিজ দেখানোর জন্য হয়তো আরও বেশি সময় দরকার। তবে প্রতিযোগিতা বিভাগে রাখা যেতে পারে।
সিনেমার জনপ্রিয়তার সঙ্গে সমান ভাবে পাল্লা দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা। সিলভার স্ক্রিনের তারকারা একে-একে ডেবিউ করছেন ওয়েব সিরিজে। ওয়েব সিরিজের কন্টেন্ট অনেক ক্ষেত্রেই হয়ে উঠছে ‘টক অফ দ্য টাউন’। সেই কথা মাথায় রেখেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ওয়েব কন্টেন্টকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিতে প্রতিযোগিতায় রাখার কথা জানিয়েছেন। এর ফলে অবশ্যই ওয়েব সিরিজের গুরুত্ব আরও বাড়বে বলে আশাবাদী ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। অভিনেতা ও নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায় বেশ উৎসাহিত এই খবরে। তাঁর মতে, “যে কোনও প্রতিযোগিতার মধ্যে থাকলে তাঁর উৎকর্ষতা আরও বৃদ্ধি পায়। বহু নতুন পরিচালক, অভিনেতা বিশ্বের দরবারে পৌঁছে যাবেন। প্রত্যেকেই আরও পরীক্ষা বা গবেষণামূলক কাজ করবেন।” তিনি আরও বলেছেন, “এটা খুবই ভাল খবর। আগামী দিনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যদি ওয়েব মাধ্যমের কন্টেন্ট নার্বিচিত হয়, তাহলে সেটা খুবই ভাল হবে।”
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে বহুদিন ধরে যুক্ত এবং বেশ কিছু বছর চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। তিনি বলেন, “পরিবর্তন তো সময়ের ধর্ম। আগামী দিনে হয়তো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ওয়েব কন্টেন্ট আসবে।” প্রসঙ্গত সম্প্রতি তিনি নিজেও ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন। পরিচালক হরনাথ চক্রবর্তীও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত। তিনিও আশা করেন, গোয়াতে যেমন প্রতিযোগিতা বিভিগে ওয়েব কন্টেন্ট এসেছে, আগামী দিনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যুক্ত হতে পারে এই ধরনের ছবি। তবে এবছরই তা হবে কি না, ঠিক নেই। এর জন্য বিশেষ অমুমতি প্রয়োজন। তবে চলচ্চিত্র উৎসবের কমিটি মিটিংয়ে আলোচনা হলে তখন বিষয়টি উত্থাপন যেতে পারে বলে মত হরনাথের।
অনেকে আশার আলো দেখলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত একাংশের ভাবনা, ওয়েব সিরিজকে চলচ্চিত্র উৎসবে দেখাতে গেলে সময় ও পরিকাঠামোগত সমস্যা হতে পারে। এখন ওয়েব সিরিজের কলাকুশলীব থেকে দর্শক সকলেই অপেক্ষায় থাকবেন, কবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত হবে বিনোদনের এই নতুন মাধ্যম।