Jeet: ‘মানুষটা স্বপ্নে বিশ্বাস করে…’, জিৎকে নিয়ে কেন আবেগঘন অনীক ধর?

Jeet: জিৎকে নিয়ে আবেগঘন অনীক ধর। স্বপ্নে বিশ্বাস করেন জিৎ-- বললেন তিনি। হাসিমাখা মুখে সুপারস্টারের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন...

Jeet: 'মানুষটা স্বপ্নে বিশ্বাস করে...', জিৎকে নিয়ে কেন আবেগঘন অনীক ধর?
জিতের সঙ্গে অনীক।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 5:27 PM

হঠাৎ করেই জিৎকে নিয়ে আবেগঘন অনীক ধর। স্বপ্নে বিশ্বাস করেন জিৎ– বললেন তিনি। হাসিমাখা মুখে সুপারস্টারের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, ‘আমরা ওঁকে বিশ্বাস করি’। দিলেন এক সুখবরও। কী তা? জিতের ছবি ‘চেঙ্গিজ’-এ সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনীক। ছবিটির গানগুলি দর্শকদের বেশ ভাল লেগেছিল। জিতের আগামী ছবি ‘মানুষ’-এও দেখা যাবে তাঁকে, জানালেন গায়ক। লিখলেন, “চেঙ্গিজের সাফল্যের পর এবার মিশন ‘মানুষ’। এই মানুষটা স্বপ্নে বিশ্বাস করেন আর আমরা বিশ্বাস করি তাঁর স্বপ্নে। সবসময়ই তিনি সুন্দর আর অনুপ্রেরণা জুগিয়ে যায়।” জিতের আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে, সঙ্গীত পরিচালক হিসেবে।

প্রসঙ্গত সময়টা বেশ ভালই যাচ্ছে অনীক দত্তের। আর কিছু দিনের মধ্যেই সংসারে আসবে নতুন অতিথি। বাবা হতে চলেছেন তিনি। এ প্রসঙ্গে কিছু দিন আগেই অনীক লেখেন, “আমাদের দুই বলার সময় এসে গিয়েছে। সবার আশীর্বাদ চাইছি।”স্ত্রী দেবলীনা সাত মাসের অন্তঃসত্ত্বা। কিছু দিন আগেই সাধ ভক্ষণের অনুষ্ঠান। অন্যদিকে জিতের ‘মানুষ’ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ‘চেঙ্গিজ’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। জিতের পাইপলাইনে আছে ‘ব্যুমেরাং’ ছবিটিও।

View this post on Instagram

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)