সিনে-উৎসবের ফাঁকে মাস্ক কতটা পরল শহর

শুভঙ্কর চক্রবর্তী

|

Updated on: Mar 13, 2021 | 5:33 PM

মাস্ক, স্যনিটাইজারের কথা কি সত্যিই মনে রেখেছেন চলচ্চিত্রপ্রেমীরা?

চলছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মাইকিং চলছে মাস্ক পরুন, সামাজিক দুরত্ববিধি মেনে চলুন এবং হাতে রাখুন স্যানিটাইজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে বারবার কোভিডের জন্য দিয়েছেন সতর্কবার্তা। মনে করিয়ে দিয়েছেন মাস্ক, স্যনিটাইজারের কথা। কিন্তু সত্যিই কি সে সব কথা শুনছেন চলচ্চিত্রপ্রেমীরা? TV9 বাংলার সাংবাদিক শুভঙ্কর চক্রবর্তীর সঙ্গে আসুন দেখে নিই বাস্তব ছবিটা ঠিক কেমন।