Kali puja 2021: কলকাতায় কালী পুজোর উদ্বোধনে এসে দর্শকের মনোরঞ্জন করলেন রাখি সাওন্ত
Kali puja 2021: কামারহাটি নব মিলন সঙ্ঘের মঞ্চে মদন মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন রাখি। মঞ্চে বাঙালি কনের সাজে নেচে দর্শকের মনোরঞ্জন করেন
রাখী সাওন্ত মানেই আউট অফ দ্য বক্স কোনও ভাবনা। বলিউডের এই অভিনেত্রী কখন কী করবেন, সে সম্পর্কে আগে থেকে ধারণা করা বেশ মুশকিল। সদ্য কালীপুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন তিনি। আর কলকাতায় এসে বাঙালি কনের সাজে ফোটোশুট করে তাক লাগিয়ে দিলেন তিনি।
উৎসবের মরসুমে কলকাতায় বেশ কয়েকটি কাজ নিয়ে এসেছিলেন রাখি। কামারহাটি নব মিলন সঙ্ঘের মঞ্চে মদন মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। মঞ্চে বাঙালি কনের সাজে নেচে দর্শকের মনোরঞ্জন করেন। বড়বাজার এবং কালীঘাট এলাকাতেও পুজোর উদ্বোধনে গিয়েছিলেন বলে খবর।
View this post on Instagram
View this post on Instagram
বলিউডের কন্ট্রোভার্সি কুইন। রাখি সাওন্তকে এই বিশেষণে ডাকতে পছন্দ করেন অধিকাংশ দর্শক। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কেরিয়ার তৈরি করুন, এতে নাকি পরিবারের কারও মত ছিল না। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করার পর একের পর এক বিতর্কে যখন জড়িয়ে পরছেন রাখি, তখন নাকি তাঁর মৃত্যুকামনাও করেছিলেন তাঁর মা!
View this post on Instagram
View this post on Instagram
রাখির ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করা নিয়ে আপত্তি ছিল তাঁর মায়েরও। আজ হয়তো তিনি মেয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু প্রথম দিকে নাকি প্রবল আপত্তি করেছিলেন। মিকা সিংয়ের সঙ্গে বিতর্কে জড়ানোর পর তাঁর যৌথ পরিবার থেকে নাকি মায়ের উপর এতটাই চাপ তৈরি করা হয়েছিল তিনি রাখির মৃত্যুকামনাও করেন। রাখি আগেই এক সাক্ষাৎকারে বলেন, “মিকার ঘটনাটার পর মা বলেছিল, জন্মের পরই তোর মৃত্যু হল না কেন? বাবা মাকে মারতেন, সেটা দেখেছি। আমি মাকে বলেছিলাম, ইন্ডাস্ট্রিতে আমি যেটুকু করেছি, সেটা স্ট্রাগল করে। আমি তো অমিতাভ বচ্চন বা অনিল কাপুরের মেয়ে নই। বলিউডে আসার পর কেউ কিছু করে দেয়নি। আমাকে স্বাধীনতা দাও, স্ট্রাগল করতে দাও। হাইস্কুলে যাওয়ারও সুযোগ পাইনি আমি।”
View this post on Instagram
View this post on Instagram
‘বিগ বস’, ‘নাচ বলিয়ে’, ‘রাখি কা স্বয়ম্বর’-এর মতো বহু রিয়ালিটি শোয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন রাখি। তাঁর আইটেম নাচ বিখ্যাত। যেটুকু সাফল্য এসেছে, তার পিছনে রয়েছে কঠিন পরিশ্রম। এটাই আরও একবার দর্শককে মনে করিয়ে দিতে চেয়েছেন রাখি।
আরও পড়ুন, Shah Rukh Khan Birthday: শাহরুখের জন্মদিনে কেন শুভেচ্ছা জানাননি কাজল? মুখ খুললেন নায়িকা