John Lennon: নিলামে উঠছে লেননের অপ্রকাশিত কিছু গান, সঙ্গে থাকছে তাঁর একটা ইন্টারভিউও…

"রেডিও পিস" গানটি সমন্বিত এই টেপটি ১৯৭০ সালের ৫ জানুয়ারি চারটি ডেনিশ ছেলে রেকর্ড করেছিল। যারা স্থানীয় একটি স্কুল ম্যাগাজিনের জন্য দম্পতির সাক্ষাৎকার নিতে পেরেছিল।

John Lennon: নিলামে উঠছে লেননের অপ্রকাশিত কিছু গান, সঙ্গে থাকছে তাঁর একটা ইন্টারভিউও...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 1:26 PM

একটা ৩৩ মিনিটের অডিয়ো ক্লিপ। তখনও কেউ ভাবেনি ‘বিটলস’ ভেঙে যাবে। প্রায় ৫০ বছর আগের ঘটনা। বিটলসের স্বপ্নের সফর শেষ হওয়ার আর মাত্র কয়েক মাস বাকি। এই ক্লিপে মূলত লেনন দম্পতির একটা ইন্টারভিউ বন্দি করা আছে। ক্লিপটা এর আগে কখনও রিলিজই করা হয়নি। জন লেনন এবং ইয়োকো ওনো-এর সাক্ষাৎকারের একটি ক্যাসেট টেপ রেকর্ডিং। এর মধ্যে রয়েছে অপ্রকাশিত গুটি কয়েক গানও। ১৯৭০ সালে ডেনমার্কে ক্লিপটি রেকর্ড করা হয়েছিল। মঙ্গলবার কোপেনহেগেনে নিলামে তোলা হবে এই ক্লিপ।

“রেডিও পিস” গানটি সমন্বিত এই টেপটি ১৯৭০ সালের ৫ জানুয়ারি চারটি ডেনিশ ছেলে রেকর্ড করেছিল। যারা স্থানীয় একটি স্কুল ম্যাগাজিনের জন্য দম্পতির সাক্ষাৎকার নিতে পেরেছিল। নিলাম হাউসের ব্রুন রাসমুসেন জানান, সেই চারজন ছেলে লেনন দম্পতির সঙ্গে সাক্ষাৎকারের যে টেপটি বিক্রি করছে, ছবি সহ তার আনুমানিক মূল্য ৩১,৫০০ থেকে ৪৭,০০০ মার্কিন ডলারের হতে চলেছে।

John Lennon Unreleased songs

৩৩ মিনিটের এই রেকর্ডিংয়ের সময়, লেনন দম্পতি তাঁদের শান্তির প্রচার অভিযানের কথা, বিটলসকে যেভাবে চিত্রায়ণ করা হয়েছে সেই বিষয়ে হতাশা এবং তাঁর চুলের দৈর্ঘ্য নিয়ে নানান ধরনের আলোচনা করেছেন। রেকর্ডিংয়ে একটা ক্রিসমাসের গাছের চারপাশে নাচ করার পাশাপাশি ক্রিসমাসের কিছু গান একইসঙ্গে গুনগুন করতে শোনা যায় লেননকে। লেনন গিটার বাজিয়ে “গিভ পিস এ চান্স” এবং “রেডিও পিস” গানটিও গেয়েছেন।

লেনন দম্পতি তাঁদের শান্তি প্রচার অভিযানের অংশ হিসেবে ‘রেডিও পিস’ গানটি লিখেছিলেন। তাঁরা একই নামে আমস্টারডামে একটি রেডিও স্টেশনও খুলতে চেয়েছিলেন। লেনন এবং ইয়োকো ওনো ১৯৬৯ সালের ডিসেম্বরের শেষের দিকে উত্তর ডেনমার্কে এসেছিলেন। সেখানে তাঁরা এক মাসেরও বেশি সময় ধরে একটি ফর্মে ছিলেন। এই ফার্মটি শহুরে যোগাযোগের থেকে অনেকটা দূরে ছিল।

লেনন তাঁর গানের মাধ্যমে বেশ কিছু প্রজন্মকে অনুপ্রেরণা দিতে পেরেছেন। চরম যুদ্ধের অবস্থাতেও লেননের গান শান্তির আবহ ঘোষণা করতে সক্ষম হয়েছিল। লেননের অস্তিত্ব সার্বিকভাবে শান্তির প্রচার করে এসেছে। তাঁর অন্তর্লীন সত্ত্বা তাঁকে বেশ কিছু অংশে মহাপুরুষের পর্যায় এনে দিতে পেরেছিল। সেই লেননের কিছু অপ্রকাশিত কথা নিলামে উঠতে চলেছে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুন: International Daughter’s Day 2021: দেশ গড়ার কাজে কন্যাদের ভূমিকা পুরুষদের থেকে বেশি! তবুও পুরুষতান্ত্রিক সমাজে এখনও মেয়েরা ব্রাত্য

আরও পড়ুন: Naga Chaitanya and Samantha Akkineni: পারিবারিক ডিনারে সামান্থার অনুপস্থিতি, নাগার সঙ্গে বিচ্ছেদের জল্পনা দৃঢ়

আরও পড়ুন: Churni Ganguly: অকপট চূর্ণী গঙ্গোপাধ্যায়; এক্সক্লুসিভভাবে শেয়ার করলেন করণ জোহরের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা