গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার খুন করেছিল পাঞ্জাবী গায়ক শুভদ্বীপ সিং সিধুকে। যাঁকে গোটা দেশ চেনে সিধু মুজ়ওয়ালা নামে। মুজ়ওয়ালার অকাল মৃত্যুর পর ভেঙে পড়ে তাঁর পরিবার। সম্প্রতি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সিধু মুজ়ওয়ালার মা চরন কৌর নাকি ফের অন্তঃসত্ত্বা হয়েছেন। আইফিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেবেন তিনি।
এই সুখবর মুজ়ওয়ালার পরিবারই জানিয়েছে। জানিয়েছে, মুজ়ওয়ালার মা চরন কৌর সন্তানসম্ভবা। শীঘ্রই সন্তানের জন্ম দেবেন তিনি। ২০২২ সালে কংগ্রেস রাজনৈতিক দলের হয়ে মনসায় সেখানকার বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন মুজ়ওয়ালা। সেই বছরই তাঁকে খুন করে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার। তাঁদের গ্রেফতারও করেছে পুলিশ। এই মুজ়ওয়ালা ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁদের দু’জনেরই এই মুহূর্তে ৬০-এর কাছাকাছি বয়স। তাঁরা নিজেরা না হলেও, মুজ়ওয়ালা পরিবারের অন্যান্য সদস্যরা জানিয়েছেন যে, চরন অন্তঃসত্ত্বা। সন্তানের জন্ম দেবেন তিনি। ৬ মাস ধরে লোকচক্ষুর আড়ালে আছেন।
শোনা যাচ্ছে, ভাটিন্ডা লোকসভায় পার্থী হিসেবে লড়তে পারেন মুজ়ওয়ালার বাবা বলকৌর সিং। সম্প্রতি পাঞ্জাবের কৃষকদের সমর্থনে ‘দিল্লি চলো’ আন্দোলনে যোগদান করেছিলেন চরন। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট করেছেন তিনি। মৃত কৃষক শুভকরণ সিংয়ের হত্যার জন্য বিচার চেয়েছেন তিনি।