AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মেন্দ্রকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত দেওল পরিবারের, ডিসেম্বরে কী হতে চলেছে?

অন্যবারের তুলনায় ধর্মেন্দ্রর এবারের জন্মদিনটা অনেকটাই স্পেশাল। একে তো ৯০ এর বার্থডে। তার উপর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডের হিম্য়ান। শোনা যাচ্ছে, ধর্মেন্দ্রর বান্দ্রার বাড়িতেই পার্টি প্ল্যান করেছেন সানি-ববিরা।

ধর্মেন্দ্রকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত দেওল পরিবারের, ডিসেম্বরে কী হতে চলেছে?
| Updated on: Nov 16, 2025 | 1:50 PM
Share

এখন ঈশ্বরই ভরসা! হাসপাতাল থেকে বাড়িতে ধর্মেন্দ্র ফেরার পর সংবাদ মাধ্যমকে ঠিক এমনটাই বলেছিলেন হেমা মালিনী। দেওল পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল, বাড়িতেই তাঁর চিকিংসা চলছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। তবে নতুন খবর হল, ডিসেম্বরে ধর্মেন্দ্রর ডবল পার্টির প্ল্যান দেওল ফ্যামিলির। শোনা যাচ্ছে, ডিসেম্বরে গোটা মুম্বইয়ের নজর কাড়তে তৈরি দেওল পরিবার।

তা কীসের জন্য পার্টি?

আগামী ৮ ডিসেম্বর, ৯০ বছরে পা দিতে চলেছেন ধর্মেন্দ্র। অন্যবারের তুলনায় ধর্মেন্দ্রর এবারের জন্মদিনটা অনেকটাই স্পেশাল। একে তো ৯০ এর বার্থডে। তার উপর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডের হিম্য়ান। শোনা যাচ্ছে, ধর্মেন্দ্রর বান্দ্রার বাড়িতেই পার্টি প্ল্যান করেছেন সানি-ববিরা। শোনা যাচ্ছে, এই পার্টিতে বলিউডের বাছাই করা লোকজনই আমন্ত্রিত হবেন। হাজির থাকতে পারেন অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমনরা। থাকতে পারেন জিতেন্দ্রও। এমনকী, হেমা তাঁর দুই মেয়েকে নিয়েও আসবেন এই পার্টিতে।

প্রসঙ্গত, ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানির নজরদারিতে চিকিৎসা চলছিল ধর্মেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই-কে সমদানি এদিন বলেন, “বুধবার সকাল সাতে সাতটা নাগাদ ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। বাড়িতে তাঁর চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পরিবারের লোকজন।”

কয়েকদিন আগে বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছিল বিভিন্ন মিডিয়ায়। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ধর্মেন্দ্র-কন্যা তথা অভিনেত্রী এষা দেওল। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হচ্ছেন। সবাইকে অনুরোধ, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।” ক্ষোভ উগরে দিয়েছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী অভিনেত্রী হেমা মালিনীও। ভুয়ো খবর না রটিয়ে ধর্মেন্দ্রর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ করা হয় সানি দেওলের টিমের পক্ষ থেকেও।