AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো…দেব-শুভশ্রীর রোম্যান্সে ভরপুর ‘ধূমকেতু’-র টিজার

লক্ষণীয় দেবের প্রযোজনা সংস্থার আট বছর সম্পূর্ণ হলো ২৩ জুন। সেদিন প্রযোজনা সংস্থার লোগো পরিবর্তন করা হয়েছে। আর সেদিনই কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'ধূমকেতু' ছবির টিজারও মুক্তি পেল। টিজার মুক্তির দিনে শুভশ্রী অবশ্য বিদেশে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। দিনভর দেব-শুভশ্রীর অনুরাগীরা যে সোশ্যাল মিডিয়া পোস্টে ঝড় তুলে দেবে, তা দিনের শুরুতেই আশা করা যায়।

তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো...দেব-শুভশ্রীর রোম্যান্সে ভরপুর 'ধূমকেতু'-র টিজার
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 11:34 AM
Share

নয় বছরের অপেক্ষার অবসান। দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির নতুন ছবি ‘ধূমকেতু’-র প্রথম ঝলক সামনে এলো। এই ছবিতে পাহাড়ের কোলে যেমন রোম্যান্স আছে নায়ক-নায়িকার, তেমনই বিয়ের দৃশ্য আছে। একে-অন্যের পাশে এসে দাঁড়ানো আছে। একজনের ঠোঁট অন্য়জনের ঠোঁট ছোঁয়ার জন্য প্রস্তুত, তেমনই দৃশ্য নির্মাণ করা হয়েছে ছবিতে।  তাই টিজার সামনে আসতেই দেব-শুভশ্রীর অনুরাগীরা আপ্লুত।

ব্যক্তিগত জীবনে এক সময়ে প্রেমিক-প্রেমিকা ছিলেন দেব-শুভশ্রী। তাঁদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে বড়পর্দায় জুটির রসায়ন ফিকে হয়নি। দেব আর শুভশ্রী দশটাও ছবি করেননি একসঙ্গে। কিন্তু বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁরা অন্যতম সেরা রোম্যান্টিক জুটি। দেবের এমন অনেক অনুরাগী আছেন, যাঁরা মনে করেন, দেবের সঙ্গে শুভশ্রীর জুটি সেরা। ‘ধূমকেতু’-র টিজারে লেখা আসে অসমাপ্ত প্রেম কাহিনি। তাই এই ছবিতে দেবের চরিত্র আর শুভশ্রীর চরিত্রের প্রেমের গল্প কেমন হবে, তা দেখার অপেক্ষা। অন্যদিকে রুদ্রনীল ঘোষের জীবনের অন্যতম সেরা কাজ এটা, এমনও চর্চা রয়েছে টলিপাড়ায়। যে কারণে এই ছবির মুক্তি যখন আটকে গিয়েছিল, কষ্ট পেয়েছিলেন রুদ্রনীল, তেমনই জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে।

লক্ষণীয় দেবের প্রযোজনা সংস্থার আট বছর সম্পূর্ণ হলো ২৩ জুন। সেদিন প্রযোজনা সংস্থার লোগো পরিবর্তন করা হয়েছে। আর সেদিনই কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘ধূমকেতু’ ছবির টিজারও মুক্তি পেল। টিজার মুক্তির দিনে শুভশ্রী অবশ্য বিদেশে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। দিনভর দেব-শুভশ্রীর অনুরাগীরা যে সোশ্যাল মিডিয়া পোস্টে ঝড় তুলে দেবে, তা দিনের শুরুতেই আশা করা যায়।