AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছোট্ট বাচ্চাকে বাড়িতে রেখে…’, শুটিং সেটে কার ষড়যন্ত্রের শিকার হন মৌসুমী?

সাল ১৯৭২। মুক্তি পেয়েছিল ‘গুলজার’ অভিনীত ছবি ‘কোশিস’। ওই ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল মৌসুমীর। সেই মতো ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তিন দিন শুটিং হওয়ার পরেই নাকি কার্যত বাদ পড়েন মৌসুমী।

'ছোট্ট বাচ্চাকে বাড়িতে রেখে...', শুটিং সেটে কার ষড়যন্ত্রের শিকার হন মৌসুমী?
| Edited By: | Updated on: Jun 29, 2025 | 5:06 PM
Share

একজন মৌসুমী চট্টোপাধ্যায়, অন্যজন জয়া বচ্চন। দুই বাঙালি অভিনেত্রীকে নিয়ে গর্বিত বাংলা। কিন্তু জয়ার বিরুদ্ধে মৌসুমীর যে রয়েছে একগুচ্ছ অভিযোগ, তা কি জানতেন? বহু বছর পর এবার জয়াকে নিয়েই ক্ষোভ উগরে দিলেন মৌসুমী। কলকাঠি নেড়ে তাঁকে নাকি বাদ দেওয়া হয় এক ছবি থেকে, যে ছবিতে পরবর্তীতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন, এমনটাই অভিযোগ তাঁর।

সাল ১৯৭২। মুক্তি পেয়েছিল ‘গুলজার’ অভিনীত ছবি ‘কোশিস’। ওই ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল মৌসুমীর। সেই মতো ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তিন দিন শুটিং হওয়ার পরেই নাকি কার্যত বাদ পড়েন মৌসুমী। তিনি দাবি করেন, যে তিন দিন তিনি শুটিং করেছিলেন ওই তিন দিন তিনি দেখেছিলেন জয়ার সেক্রেটারি সকাল থেকে রাত অবধি অফিসে এসে বসে আছেন। মৌসুমী জানান, হঠাৎই গুলজার এসে তাঁকে বলেন, ‘আগামীকাল থেকে একটু বেশি রাত পর্যন্ত শুট করার জন্য’। কিন্তু মৌসুমী জানিয়েছিলেন, তাঁর সন্তান ছোট, তাই যে কোনও একটি শিফটেই তিনি কাজ করতে পারবেন। ব্যাপারটা নাকি ভালভাবে নেননি গুলজার। সকলের সামনেই তাঁকে বলেন, “বহু নায়িকা লাইন দিয়ে আছে এই জায়গাটা পাওয়ার জন্য।” মৌসুমীর কথায়, “আমিও বলেছিলাম, তাহলে ওদেরকেই নিন।” তাই হয়েছিল, মৌসুমীকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল জয়া বচ্চনকে। ওই ছবির জন্য জাতীয় পুরস্কার পান সঞ্জীব কুমার। অন্যদিকে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার পান গুলজার।

একটা দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে প্রায় দূরেই সরিয়ে রেখেছিলেন মৌসুমী। তগিনি জানিয়েছেন, পেশাগত ও ব্যক্তিগত জীবনের সাথে কোনও আপস করতে চাননি বলেই এ হেন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই কারণেই বহু ছবি থেকে বাদও পড়েছিলেন তিনি। নেওয়া হয়েছিল অন্য নায়িকাকে। ১৯৪৮ সালের ২৬ এপ্রিল কলকাতায় জন্মেছিলেন মৌসুমী। গতকাল অর্থাৎ বুধবার ছিল তাঁর জন্মদিন। শক্তি সামন্তর ‘অনুরাগ’-এর হাত ধরে হিন্দি ছবির দুনিয়ায় পদার্পণ করেন মৌসুমী। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না… সকলেরই হিরোইন হয়েছেন তিনি। মৌসুমী অভিনীত সাম্প্রতিক আলোচিত ছবির তালিকায় রয়েছে অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ও সুজিত সরকারের ‘পিকু’। সেখানেও তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে।