AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রানি ‘ঘরভাঙানি’! স্বামী আদিত্যের নাকি প্রথম বিয়ে তিনিই ভাঙেন, কী সাফাই নেন অভিনেত্রী?

Rani Mukherjee: 'ঘরভাঙানি'র তকমা জুটেছিল বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের কপালে। তিনি নাকি স্বামী আদিত্য চোপড়া এবং তাঁর প্রথম স্ত্রীর বিয়ে ভেঙেছেন। বিষয়টিতে কিন্তু এক্কেবারে খুশি নন রানি মুখোপাধ্যায় এবং তাঁর পরিবার। এর সাফাইয়ে কী বলেছিলেন রানি জানেন?

| Updated on: May 25, 2024 | 1:47 PM
Share
শুরু থেকেই নিজের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন নিয়ে কম কথা বলেন রানি মুখোপাধ্য়ায়। নিজের কাজকে সামনে রেখেছেন বরাবর। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। সেই ছবিটি ব্লকবাস্টার হিট করেছে।

শুরু থেকেই নিজের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন নিয়ে কম কথা বলেন রানি মুখোপাধ্য়ায়। নিজের কাজকে সামনে রেখেছেন বরাবর। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। সেই ছবিটি ব্লকবাস্টার হিট করেছে।

1 / 7
কন্যা আদিরার জন্মের পর রানি খুবই বেছে কাজ করেন। সন্তানকেই সময় দেন অধিকাংশ সময়। তাঁর স্বামী আদিত্য চোপড়া খুবই সফল একজন প্রযোজক। যশরাজ ফিল্মস তাঁদেরই।

কন্যা আদিরার জন্মের পর রানি খুবই বেছে কাজ করেন। সন্তানকেই সময় দেন অধিকাংশ সময়। তাঁর স্বামী আদিত্য চোপড়া খুবই সফল একজন প্রযোজক। যশরাজ ফিল্মস তাঁদেরই।

2 / 7
২০১৪ সালের ২১ এপ্রিল আদিত্যকে বিয়ে করেছিলেন রানি। তাঁদের বিবাহ আসর বসেছিল ইতালিতে। রানিকে বিয়ে করার আগে আদিত্যর আরও একটি বিয়ে ছিল। কে ছিলেন আদিত্যর প্রথম স্ত্রী? অনেকে মনে করেন রানির কারণেই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে রানির।

২০১৪ সালের ২১ এপ্রিল আদিত্যকে বিয়ে করেছিলেন রানি। তাঁদের বিবাহ আসর বসেছিল ইতালিতে। রানিকে বিয়ে করার আগে আদিত্যর আরও একটি বিয়ে ছিল। কে ছিলেন আদিত্যর প্রথম স্ত্রী? অনেকে মনে করেন রানির কারণেই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে রানির।

3 / 7
রানিকে বিয়ে করার আগে ছোটবেলার বান্ধবী পায়েল খান্নাকে বিয়ে করেছিলেন আদিত্য। আদিত্যর মতো তিনিও ছিলেন ছবি তৈরির প্রযোজক। পেশায় তিনি ইন্টিরিয়র ডিজ়াইনার। একসঙ্গে মুম্বইয়ের স্কটিশ স্কুলে পড়তেন আদিত্য-পায়েল। পায়েলকে নাকি ভীষণ ভালবাসতেন আদিত্যর বাবা-মা।

রানিকে বিয়ে করার আগে ছোটবেলার বান্ধবী পায়েল খান্নাকে বিয়ে করেছিলেন আদিত্য। আদিত্যর মতো তিনিও ছিলেন ছবি তৈরির প্রযোজক। পেশায় তিনি ইন্টিরিয়র ডিজ়াইনার। একসঙ্গে মুম্বইয়ের স্কটিশ স্কুলে পড়তেন আদিত্য-পায়েল। পায়েলকে নাকি ভীষণ ভালবাসতেন আদিত্যর বাবা-মা।

4 / 7
এই পায়েলের সঙ্গে ৮ বছরের দাম্পত্য ছিল আদিত্যর। সেই সময় রানি ইন্ডাস্ট্রিতে নতুন। তাঁর সম্পর্কে খারাপ-খারাপ রটনা তৈরি হয়। বলা হয়, রানি নাকি প্রযোজকদের সঙ্গে মিশতেন ছবিতে সুযোগ পাওয়ার জন্য। খুবই অপমানজনক কথা। নতুন কোনও অভিনেত্রীর সম্পর্কে এমন রটনা হলে, ভাল না লাগাটাই স্বাভাবিক। ভাল লাগেনি রানিরও।

এই পায়েলের সঙ্গে ৮ বছরের দাম্পত্য ছিল আদিত্যর। সেই সময় রানি ইন্ডাস্ট্রিতে নতুন। তাঁর সম্পর্কে খারাপ-খারাপ রটনা তৈরি হয়। বলা হয়, রানি নাকি প্রযোজকদের সঙ্গে মিশতেন ছবিতে সুযোগ পাওয়ার জন্য। খুবই অপমানজনক কথা। নতুন কোনও অভিনেত্রীর সম্পর্কে এমন রটনা হলে, ভাল না লাগাটাই স্বাভাবিক। ভাল লাগেনি রানিরও।

5 / 7
রানি বলেছিলেন, "আমি এমন মেয়ে নই যে নিজের কেরিয়ার গোছাতে প্রযোজকদের সঙ্গে মিশবে। এই ধরনের বিশ্রী কথা বন্ধ হোক। আদিত্যর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হওয়ার সময় আমি ছবিতে অভিনয় করছিলাম না।"

রানি বলেছিলেন, "আমি এমন মেয়ে নই যে নিজের কেরিয়ার গোছাতে প্রযোজকদের সঙ্গে মিশবে। এই ধরনের বিশ্রী কথা বন্ধ হোক। আদিত্যর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হওয়ার সময় আমি ছবিতে অভিনয় করছিলাম না।"

6 / 7
'ঘরভাঙানি'র তকমাটি রানির ভাল লাগেনি। বলেছিলেন, "আদিত্য সেই সময় একা ছিলেন। তাঁর জীবনে কেউ ছিলেন না। সেই জন্যই আমাদের ডেটিং এবং প্রেম।"

'ঘরভাঙানি'র তকমাটি রানির ভাল লাগেনি। বলেছিলেন, "আদিত্য সেই সময় একা ছিলেন। তাঁর জীবনে কেউ ছিলেন না। সেই জন্যই আমাদের ডেটিং এবং প্রেম।"

7 / 7