১৬ বছর বয়সে লতার সেক্রেটারিকে বিয়ে আশার, ত্যাজ্য কন্যা হন মঙ্গেশকর পরিবারের…
Asha Bhosle Disturbed Personal Life: সত্যি বলতে কী, আশা ভোঁসলে নামটির কোনও ভূমিকার প্রয়োজন নেই। সকলেই জানেন তিনি কে? সুরের জগতে তাঁর কৃতিত্ব কী? ৯০ বছর বয়সি এই কিংবদন্তি দর্শককে উপহার দিয়েছেন বহু কালজয়ী গান। 'চুরা লিয়া হ্যায় তুম নে জো দিল কো', 'উড়ে যব-যব জ়ুলফে তেরি', 'জ়ারা সা ঝুল লুঁ ম্যায়'-এর মতো গান তাঁরই কণ্ঠে শোভিত হয়েছে। যে গানই তাঁর ঝুলিতে এসেছে, তাই যেন স্পর্শ করেছে এক অনন্য মাত্রা। গানের কেরিয়ারে অসম্ভব সফল আশা। কিন্তু তাঁর ব্যক্তিজীবন ততোধিক নিরাশায় পরিপূর্ণ। কী এমন ঘটে আশার জীবনে, জানতে চান?
Most Read Stories