AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোটের ওপর ১০০ দিনের শুট, জানেন ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি কত টাকা পেয়েছিল?

বলিউডের বুকে যে কয়েকজন শিশু শিল্পী সকলের মন জয় করে নিয়েছেন, মুন্নি তাদেরই মধ্যে একজন। জানেন কি, এই ছবি করে সে মোট কত কোটি টাকা পেয়েছে? বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিশু শিল্পী সেই।

মোটের ওপর ১০০ দিনের শুট, জানেন ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি কত টাকা পেয়েছিল?
| Edited By: | Updated on: Jun 30, 2025 | 11:47 PM
Share

‘বজরঙ্গী ভাইজান’-এর ‘মুন্নি’কে নিশ্চয়ই আপনাদের মনে আছে? সলমন খান অভিনীত ওই ছবির মধ্যমণি ছিল এই খুদে তারকা। মুন্নি অর্থাৎ অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। কবীর খান পরিচালিত ওই ছবির পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। বর্তমানে হর্ষালির বয়স ৬ বছর। দেখতে দেখতে কেটেছে ৯ বছর। কিন্তু দর্শকমনে মুন্নি-বজরঙ্গীর মনমাতানো কেমিস্ট্রি আজও অক্ষুণ্ণ। বলিউডের বুকে যে কয়েকজন শিশু শিল্পী সকলের মন জয় করে নিয়েছেন, মুন্নি তাদেরই মধ্যে একজন। জানেন কি, এই ছবি করে সে মোট কত কোটি টাকা পেয়েছে? বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিশু শিল্পী সেই।

দিন পিছু পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা। শুট হয় মোটের ওপর ১০০ দিন। যার অর্থ দাঁড়ায়, ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিল হর্ষালি মালহোত্রা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৫০ লাখ। আজও অনুরাগীরা মুখিয়ে রয়েছেন যদি বজরঙ্গি ভাইজান-এর দ্বিতীয় পর্ব আসে। সলমনের সঙ্গে মুন্নিকে পর্দায় আরও একবার দেখতে চান সকলেই।

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে চিত্রনাট্যকার বলেছিলেন, “আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান ২ নিয়ে আসার। সলমনকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি আমি। ও নিজেও বেশ উত্তেজিত। কিন্তু ব্যাপারটি সঠিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন। সেটারই চেষ্টা চলছে।”

সলমনকে সিনেমাটির সিকুয়াল শেয়ার করতেই তাঁর কী প্রতিক্রিয়া ছিল? সে প্রসঙ্গে বিজয়েন্দ্র বলেছিলেন, “আমি সলমনের সঙ্গে এমনি দেখা করেছিলাম। সেখানেই ওই ছবির সিকুয়ালের প্রসঙ্গ আসে। শোনা মাত্রই সলমন বলেন, দারুণ আইডিয়া।” ২০১৫ তে মুক্তি পাওয়া ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খান, করিনা কাপুর এবং হর্ষালি মালহোত্রা। ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীও। ছবিতে মুন্নি ওরফে হর্ষালির অভিনয় আজও আলোচনার বিষয়। হর্ষালি যখন ছবিটি করেছিল তখন সে ছিল মাত্র ছয়-সাত। এখন সে কিশোরী। তাই ছবিটি সিকুয়াল এলে তাতে মুন্নির চরিত্র রাখা হবে কিনা সে বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি পরিচালক থেকে চিত্রনাট্যকার।