AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋতুপর্ণ ঘোষের প্রস্তাব পেয়েও হয়নি কাজ, দেব-শুভশ্রীর কোন ছবি দেখা হল না দর্শকের

এই জুটির দুই তারকাই এখন নিজের-নিজের মতো কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। দু'জনেই দর্শকদের মনে নিজের মতো করে জায়গা করে নিয়েছেন। যদিও আজও এই জুটির নাম মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসে।

ঋতুপর্ণ ঘোষের প্রস্তাব পেয়েও হয়নি কাজ, দেব-শুভশ্রীর কোন ছবি দেখা হল না দর্শকের
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 12:47 PM
Share

টলিপাড়ায় সফল কালজয়ী জুটি উত্তম কুমার-সুচিত্রা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটি অনেক আশা জাগিয়েছিল দর্শক মনে। যদিও নানা কারণে তাঁদের অফ স্ক্রিন সম্পর্কে দূরত্বের জন্য অনস্ক্রিন জুটিও আর দেখা যায়নি। এই জুটির শেষ ছবি ‘ধূমকেতু’ মুক্তি পায়নি। দুই তারকার ভক্তদের আশা, একদিন এই ছবি মুক্তির আলো দেখবেই। যদিও এই ছবির সহপ্রযোজক তথা অভিনেতা দেবের কথায় এখনও কোনও ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি। আবার অন্যদিকে এই ছবির অন্য প্রযোজক রানা সরকার মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় নানা ইঙ্গিত দিয়ে থাকেন, যে ‘ধূমকেতু’ আসতে চলেছে। এই ছবি ঘিরে ছবির কলাকুশলী থেকে দর্শক, সকলেই আশায় রয়েছেন– কখনও হয়তো এই ছবি মুক্তি পাবে।

প্রসঙ্গত, এই জুটির দুই তারকাই এখন নিজের-নিজের মতো কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। দু’জনেই দর্শকদের মনে নিজের মতো করে জায়গা করে নিয়েছেন। যদিও আজও এই জুটির নাম মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসে। সম্প্রতি একটি জাতীয় স্তরের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নেওয়া এক সাক্ষাৎকারে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানান, তাঁর সঙ্গে পরিচালক ঋতুপর্ণ ঘোষের একবার সিনেমা করা নিয়ে কথা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই ছবি আর হয়নি। পরিচালক ঋতুপর্ণ ঘোষ দেব-শুভশ্রী জুটিকে নিয়েই একটি ছবি তৈরি করবেন ভেবেছিলেন। তাঁদের নিয়ে চিত্রনাট্য তৈরি করে ফেলেছিলেন পরিচালক। যদিও সেই ছবি তৈরি হয়নি কোনও এক কারণে। শুভশ্রীর কথায় ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ না করতে পারার আফসোস থেকে যাবে।

সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়। দর্শক দেখতে পাবেন না আর পরিচালক ঋতুপর্ণ ঘোষের ভাবনায় এই জুটিকে নিয়ে পর্দায় কী মায়াজাল সৃষ্টি হতো। তবে দেব-শুভশ্রী জুটির অনুরাগীরা আশা করতেই পারেন, সব বাধা কাটিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র মাধ্যমে এই জুটিকে পর্দায় দেখা যাবে। প্রসঙ্গত, প্রযোজক অভিনেতা দেব আগে বহুবার বলেছেন ‘ধূমকেতু ‘ ছবির চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে উজার করে দিয়েছিলেন। তাঁর যে লুক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল, সেই লুক দেখে সমালোচক থেকে অনুরাগীরা সকলেই আশা করেছিলেন ছবিটি দেখার। তাই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উৎসাহ থেকেই গিয়েছে।

যদিও শুভশ্রীর মতোই দর্শকদের কাছেও আফসোস থেকে যাবে, দেব-শুভশ্রী জুটিকে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবিতে দেখতে না পাওয়ার।