লন্ডনে বিলাসবহুল বাড়ি, রয়েছে ব্যক্তিগত জাহাজ, জানেন কমল হাসান কত কোটির মালিক?
রিয়েল এস্টেটের ব্যবসাতেও অনেক টাকা বিনিয়োগ করেছেন তিনি। চেন্নাইতে বিলাসবহুল প্রাসাদ ছাড়া কয়েক বিঘা জমিও কিনে রেখেছেন তিনি। চেন্নাইতে প্রায় ৯২.৫ কোটি টাকার সম্পত্তি কিনে রেখেছেন অভিনেতা।

মাত্র চার বছর বয়সে তামিল ছবিতে প্রথম অভিনয়। ‘কালাথুর কানাম্মা’ (১৯৬০)। শিশু অভিনেতা হিসেবে মন কেড়েছিল কমল হাসান। ছবির জন্য স্বীকৃতি এসেছিল খোদ রাষ্ট্রপতির কাছ থেকে। মিলেছিল সোনার মেডেল। এম জি রামচন্দ্রন, শিবাজি গনেশন, এবং জেমিনি গনেশনের মতো কিংবদন্তী অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন সে বয়সে।
প্রথম বড় চরিত্রে অভিনয় করেছিলেন কে বালাচন্দ্রর ছবি ‘অরেঙ্গেত্রম’ (১৯৭০)। বালচন্দ্রর ৩৫ ছবিতে অভিনয় করেছেন কমল। এমনকি তাঁর শেষ ছবি ‘উথামা ভিলেন’-এও অভিনয় করেছিলেন কমল হাসান। বেশ কয়েক বছরের কেরিয়ার তাঁর। জানেন কত কোটি টাকার সম্পত্তির মালিক অভিনেতা? শুনলে চোখ কপালে উঠবে। রিপোর্ট বলছে মোট ৫৮৪ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ অভিনেতা।
রিয়েল এস্টেটের ব্যবসাতেও অনেক টাকা বিনিয়োগ করেছেন তিনি। চেন্নাইতে বিলাসবহুল প্রাসাদ ছাড়া কয়েক বিঘা জমিও কিনে রেখেছেন তিনি। চেন্নাইতে প্রায় ৯২.৫ কোটি টাকার সম্পত্তি কিনে রেখেছেন অভিনেতা। লন্ডনে একটি বড় বাড়ি রয়েছে তাঁর। বাড়িতে রয়েছে বিলাসবহুল গাড়ির সারি। বিএমডাব্লু ৭৩০ এলটি, লেক্সাস এল এক্স ৫৭০। ব্য়ক্তিগত বিমান এবং জাহাজও রয়েছে কমল হাসানের। প্রতি ছবি পিছু তাঁর পারিশ্রমিক ২৫ থেকে ৩০ কোটি টাকা। সম্প্রতি ‘বিক্রম’ ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
