অভিষেকের বিয়ের খবরে উচ্ছ্বসিত ‘ফুলকি’ দিব্যাণী, কী তথ্য দিলেন?
দিব্যাণী বললেন, ''আমি ভীষণ খুশি। ধারাবাহিকটার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সকলেই ভীষণ খুশি। আমাদের চোখের সামনে এই প্রেমটা হয়েছে। শুটিং ফ্লোরে আমরা আঁচ পেয়েছিলাম এমন প্রেমের। তারপর যখন বিয়ের কার্ড পেলাম, ভীষণ ভালো লেগেছে। আমি চাই ওঁদের বিবাহিত জীবন খুব সুন্দর হোক। আর 'ফুলকি' খুব ভালো করুক আগামী দিনে।'' দিব্যাণী বিয়েবাড়িতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত।

‘ফুলকি’ ধারাবাহিকে অভিষেক বসুর সঙ্গে দিব্যাণী মণ্ডলের জুটি নজরকাড়া। এটা বেশ পুরোনো ধারাবাহিক। তবে নায়ক-নায়িকার রসায়ন এমন, অনেক দর্শক চাইতেন অভিষেকের সঙ্গে যাতে দিব্যাণীর বাস্তব জীবনে প্রেম হয়। কিন্তু কোনওদিনই মনে হয়নি অভিষেক-দিব্যাণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। বরং ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদককে মন দিলেন অভিষেক। ২৮ এপ্রিল দিব্যাণীর গলাতেও উচ্ছাস। দিব্যাণী বললেন, ”আমি ভীষণ খুশি। ধারাবাহিকটার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সকলেই ভীষণ খুশি। আমাদের চোখের সামনে এই প্রেমটা হয়েছে। শুটিং ফ্লোরে আমরা আঁচ পেয়েছিলাম এমন প্রেমের। তারপর যখন বিয়ের কার্ড পেলাম, ভীষণ ভালো লেগেছে। আমি চাই ওঁদের বিবাহিত জীবন খুব সুন্দর হোক। আর ‘ফুলকি’ খুব ভালো করুক আগামী দিনে।” দিব্যাণী বিয়েবাড়িতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তবে শুটিং করতে পারেন মঙ্গলবার। বিয়ের খুঁটিনাটি, কী মেনু এসব নিয়ে তিনি অবশ্য আলোচনা করেননি অভিষেকের সঙ্গে, সেটা বললেন।

এই বিয়ে আদৃত রায় আর কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের কথা মনে করাচ্ছে। ‘মিঠাই’ ধারাবাহিকের নায়ক আদৃত বিয়ে করেছেন কৌশাম্বী চক্রবর্তীকে। শুটিং ফ্লোর থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছিল। কৌশাম্বী সেই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় ছিলেন না। অন্য চরিত্র করতেন। নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে আদৃতের সম্পর্কে যে জটিলতা রয়েছে, তা নিয়ে বহু চর্চা হয়েছে। আদৃতের বিয়ের দিন তাঁর পাশে দেখা যায়নি সৌমিতৃষাকে। কিন্তু ‘ফুলকি’ ধারাবাহিকের ক্ষেত্রে তেমন ঘটবে না। অভিষেকের বিয়েতে দিব্যাণীর উপস্থিতি যে খুশির পরিবেশ তৈরি করবে, তা আঁচ করা যায়।
