তাঁর ঘুম ভাঙে হিমালয়ান বারবেটের ডাকে। হিমালয়ের কোলেই নিজের আশ্রয় বেছে নিয়েছেন তিনি। শহরের কোলাহল, ব্যস্ততা আর তাঁর ভাল লাগে না মোটেই। প্রকৃতির কাছে সবুজ ঘেরা তাঁর পাহাড়ি ভিলা। কথা হচ্ছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। এককালে চুটিয়ে বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন নিজের অভিনয়।
বাংলা ছবিতে যে তাঁকে খুব বেশি ইদানীং দেখা যায় তেমনটা একেবারেই নয়। বলা যেতে পারে তিনি টলিউডের আশির দশকের এক নম্বর হিরো ছিলেন। ঝুলিতে ছিল একের পর এক হিট সিনেমা। ‘একান্ত আপন’, ‘দেবতা’ থেকে ‘লাঠি’। হিট ছবির তালিকা তৈরি করতে বসলে গুণে শেষ করা যাবে না। মুসৌরিতে কোথায় থাকেন ভিক্টর জানেন?
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুরো কাঠের তৈরি অভিনেতার বাড়ি। চারিদিক সবুজে ঘেরা। সাদা রঙের কাঠের বেড়া। বোঝাই যাচ্ছে, পাহাড় কেটে তৈরি করা হয়েছে সেই বাড়ি। সেই বেড়ার উপরে লাগানো হয়েছে আলো। পাহাড়ের কোলে যেন অভিনেতার স্বপ্নের বাড়ি। অভিনেতার বাড়ির ভিডিয়ো পোস্ট করেছেন এক ইউটিউবার। যে ভিডিয়ো দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শক। শেষ ভিক্টরকে দর্শক দেখেছিলেন ‘রক্তবীজ’ ছবিতে। বহু বছর পর তাঁকে দেখা গিয়েছিল বড় পর্দায়। অভিনেতাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।