উর্মিলার জন্যই নাকি বিয়ে ভাঙে পরিচালক রামগোপাল বর্মার! অভিনেত্রীকে বিরাট ফ্ল্যাট উপহার দেন পরিচালক

Urmila Matondkar-Ramgopal Varma Alleged Affair: একসঙ্গে কাজ করতে-করতে সুসম্পর্ক তৈরি করে উর্মিলা ও রামগোপালের। গভীর বন্ধুত্বের আকার নেয় সুসম্পর্ক। ধীরে-ধীরে বন্ধুত্বই নাকি পরিণত হয় প্রেমে। সেই সময় রামগোলাপ বিবাহিত। গোছানো সংসার তাঁর। প্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেমঘটিত বিষয়টি সামনে আসতেই টলমাটাল পরিস্থিতি তৈরি হতে থাকে রামগোপালের সংসারে। ঝড় ওঠে ভীষণ...

| Updated on: Jun 21, 2024 | 10:10 AM
১৯৯৫ সালে তাঁদের আলাপ 'রঙ্গিলা' ছবিতে কাজ করতে গিয়ে। কথা হচ্ছে অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর এবং রাম গোপাল বর্মার।

১৯৯৫ সালে তাঁদের আলাপ 'রঙ্গিলা' ছবিতে কাজ করতে গিয়ে। কথা হচ্ছে অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর এবং রাম গোপাল বর্মার।

1 / 8
আমির খানের বিপরীতে কাস্ট করা হয়ে উর্মিলাকে এবং সেই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জেতেন উর্মিলা।

আমির খানের বিপরীতে কাস্ট করা হয়ে উর্মিলাকে এবং সেই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জেতেন উর্মিলা।

2 / 8
সেই থেকে সুসম্পর্কের সূত্রপাত ঘটে উর্মিলা-রাম গোলাপের। পরপর ছবিতে তাঁকে কাস্ট করতে থাকেন রামগোপাল। 'মাস্ত', 'পেয়ার তুনে কেয়া কিয়া'র মতো ছবিতে রামগোপাল বর্মার নির্দেশনায় অভিনয় করেন উর্মিলা।

সেই থেকে সুসম্পর্কের সূত্রপাত ঘটে উর্মিলা-রাম গোলাপের। পরপর ছবিতে তাঁকে কাস্ট করতে থাকেন রামগোপাল। 'মাস্ত', 'পেয়ার তুনে কেয়া কিয়া'র মতো ছবিতে রামগোপাল বর্মার নির্দেশনায় অভিনয় করেন উর্মিলা।

3 / 8
ক্রমেই সুসম্পর্ক গভীর বন্ধুত্বের আকার নেয় এবং ধীরে-ধীরে সেই বন্ধুত্বই নাকি পরিণত হয় প্রেমে। সেই সময় রামগোলাপ বিবাহিত। গোছানো সংসার তাঁর। প্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেমঘটিত বিষয়টি সামনে আসতেই টলমাটাল পরিস্থিতি তৈরি হতে থাকে রামগোপালের।

ক্রমেই সুসম্পর্ক গভীর বন্ধুত্বের আকার নেয় এবং ধীরে-ধীরে সেই বন্ধুত্বই নাকি পরিণত হয় প্রেমে। সেই সময় রামগোলাপ বিবাহিত। গোছানো সংসার তাঁর। প্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেমঘটিত বিষয়টি সামনে আসতেই টলমাটাল পরিস্থিতি তৈরি হতে থাকে রামগোপালের।

4 / 8
১৯৯৬ সালের ঘটনা সেটি। প্রায় ২৮ বছর আগের কথা। রামগোপালের কারণে বহু বিতর্কে জড়িয়েছিলেন উর্মিলা। রামগোপাল তাঁর স্ত্রী রত্নার সঙ্গে নাকি আলাদা থাকতে শুরু করেছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রীর সঙ্গে রামগোলাপের বিচ্ছেদপর্বও শুরু হয়েছিল।

১৯৯৬ সালের ঘটনা সেটি। প্রায় ২৮ বছর আগের কথা। রামগোপালের কারণে বহু বিতর্কে জড়িয়েছিলেন উর্মিলা। রামগোপাল তাঁর স্ত্রী রত্নার সঙ্গে নাকি আলাদা থাকতে শুরু করেছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রীর সঙ্গে রামগোলাপের বিচ্ছেদপর্বও শুরু হয়েছিল।

5 / 8
সেই সময়ই নাকি উর্মিলাকে বেঙ্গালুরুতে একটি রাজকীয় ফ্ল্যাট কিনে দিয়েছিলেন রামগোপাল। সেই ফ্ল্যাটে নাকি একসঙ্গে রাতযাপন করতেন উর্মিলা-রামগোলাপ।

সেই সময়ই নাকি উর্মিলাকে বেঙ্গালুরুতে একটি রাজকীয় ফ্ল্যাট কিনে দিয়েছিলেন রামগোপাল। সেই ফ্ল্যাটে নাকি একসঙ্গে রাতযাপন করতেন উর্মিলা-রামগোলাপ।

6 / 8
কিন্তু এ সবই এখন অতীত। ২৮ বছর আগেকার ঘটনাকে কেউ মনে রাখেনি। পরবর্তীতে পথ আলাদা হয় উর্মিলা-রামগোলাপের। নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন তাঁরা।

কিন্তু এ সবই এখন অতীত। ২৮ বছর আগেকার ঘটনাকে কেউ মনে রাখেনি। পরবর্তীতে পথ আলাদা হয় উর্মিলা-রামগোলাপের। নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন তাঁরা।

7 / 8
২০১৬ সালে মোহসিন আখতার মীরকে বিয়ে করে সংসার পেতেছেন উর্মিলা। রামগোপাল আর বিয়েই করেননি কাউকে।

২০১৬ সালে মোহসিন আখতার মীরকে বিয়ে করে সংসার পেতেছেন উর্মিলা। রামগোপাল আর বিয়েই করেননি কাউকে।

8 / 8
Follow Us:
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে