‘আঁখে তেরি, কিতনি হাসি’, ভীষণ সুন্দরী সেই ‘মওলা মেরে গার্ল’ আজ কোথায় জানেন?

Maula Mere Maula: আনওয়ার ছবিতে অভিনয় করেছিলেন যে সুন্দরী, তাঁর নাম নওহিদ সাইরাসি। পারসি পরিবারের জন্ম তাঁর। ছোটবেলা কেটেছে মুম্বইয়ে। বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। হেড অ্যান্ড শোল্ডার থেকে শুরু করে ব্রিটানিয়া লিটল হার্টস-- বিখ্যাত ব্র্যান্ডের মুখ ছিলেন নওহিদ

'আঁখে তেরি, কিতনি হাসি', ভীষণ সুন্দরী সেই 'মওলা মেরে গার্ল' আজ কোথায় জানেন?
অসম্ভব সুন্দরী সেই 'মওলা মেরে গার্ল' আজ কোথায় জানেন?
Follow Us:
| Updated on: May 17, 2024 | 10:12 PM

‘মওলা মেরে মওলা মেরে, আঁখে তেরি কিতনি হাসি…’– আপনি কি ৯০ দশকের সন্তান? তাহলে গান শোনেননি এমনটা হতেই পারে না। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আনওয়ার’ ছবি এই মওলা মেরে মওলাই হয়তো আপনাকে প্রেমে পড়তে সাহায্য করেছিল কোনও এক সময়। ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল যে কাজলনয়নাকে সেই সুন্দরী আজ কোথায় জানেন? পেশা বদলে আজ তাঁর কী পরিণতি? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

আনওয়ার ছবিতে অভিনয় করেছিলেন যে সুন্দরী, তাঁর নাম নওহিদ সাইরাসি। পারসি পরিবারের জন্ম তাঁর। ছোটবেলা কেটেছে মুম্বইয়ে। বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। হেড অ্যান্ড শোল্ডার থেকে শুরু করে ব্রিটানিয়া লিটল হার্টস– বিখ্যাত ব্র্যান্ডের মুখ ছিলেন নওহিদ। শুধু কি তাই? বিখ্যাত মিউজিক ভিডিয়ো পিয়া বাসন্তি রে– তেও মুখ ছিলেন তিনিই। তবে তাঁর কেরিয়ারে সবচেয়ে হিট ছবি ‘আনওয়ার’। মণীষা কৈরালার ভাই সিদ্ধার্থ কৈরালার বিপরীতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন নওহিদ। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৪ সালে ‘জয় হো’ ছবিতে। এর পর তিনি কোথায় গেলেন? আজ কী করেন?

View this post on Instagram

A post shared by Nauheed Cyrusi (@nauheedc)

বলিউডকে কার্যত বিদায় জানিয়েছেন নওহিদ। ২০১৭ সালে তিনি বিয়ে করেছেন। তবে গ্ল্যামার জগৎকে পুরোপুরি বিদায় জানাননি তিনি। এই মুহূর্তে তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ৬ লক্ষ। নানা রকমের ভিডিয়ো বানান তিনি। বয়স ৪০ অতিক্রম করলেও আজও তাঁকে দেখলে আপনার মন গেয়ে উঠতেই পারে– ‘জুলফে তেরি, ইতনি ঘনি, দেখকে ইনকো, ইয়ে সোচতা হুন, সায়ে মে ইনকে ম্যায় জিয়ু।”