Shahrukh Khan: চরম অর্থের অভাব, মরণ-বাঁচন লড়াই ‘ডাঙ্কি’ অভিনেতা বরুণের, শাহরুখ জানেন?

আকাশ মিশ্র |

Jan 22, 2025 | 12:52 PM

শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে খুব ছোট রোলেই নজর কেড়েছিলেন বরুণ। তবে মুম্বইয়ের থিয়েটার জগতে, বেশ জনপ্রিয় তিনি।

Shahrukh Khan: চরম অর্থের অভাব, মরণ-বাঁচন লড়াই ডাঙ্কি অভিনেতা বরুণের, শাহরুখ জানেন?

Follow Us

হাসপাতালে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ছবির অভিনেতা বরুণ কুলকার্নি। জানা গিয়েছে, গুরুতর কিডনির সমস্যায় ভুগছেন বরুণ। গত দুসপ্তাহ ধরে তাঁর ডায়ালেসিসও চলছে। তবে হাসপাতালে শুয়ে মরণ-বাঁচন লড়াইয়ের মাঝে মারাত্মক অর্থকষ্টতেও ভুগছেন তিনি। চিকিৎসার কারণে প্রায় ফাঁকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দ্রুত সাহায্য না পেলে চিকিৎসা থেমে যেতে পারে তাঁর।

সম্প্রতি অভিনেতা বরুণের স্বাস্থ্যের খবর জানিয়ে, তাঁরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অর্থ সাহায্য চেয়েছেন অভিনেতার বন্ধু রোশন শেট্টি। এই প্রোফাইলে রোশন জানিয়েছেন, চিকিৎসার জন্য এত টাকা খরচ হয়েছে যে, হাসপাতালের বিল মেটাতে প্রায় নাভিশ্বাস উঠেছে অভিনেতার।

অভিনেতা বরুণের বন্ধু রোশন লিখেছেন, আমার অভিনেতা বন্ধু বরুণ গুরুতর কিডনির সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসায় প্রচুর অর্থ খরচ হচ্ছে। তাঁর পাশে দাঁড়ানোর জন্য আগেও বন্ধুরা মিলে অর্থ সাহায্যে তহবিল খুলেছিলাম। তবে বরুণের চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার ডায়ালেসিসের প্রয়োজন হয় বরুণের। তাছাড়াও রয়েছে হাসপাতালের অন্যান্য খরচা। যা কিনা জোগার করা খুবই কঠিন হয়ে পড়ছে। সবার কাছে অনুরোধ দয়া করে বন্ধুর পাশে দাঁড়ান।

এই খবরটিও পড়ুন

রোশনের এমন পোস্ট দেখে,অনেক অনুরাগীরাই মনে করছেন, এ ব্যাপারে শাহরুখের এগিয়ে আসা উচিত। তবে কিং খান এখবর জানেন কিনা তা নিশ্চিত নন।

শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে খুব ছোট রোলেই নজর কেড়েছিলেন বরুণ। তবে মুম্বইয়ের থিয়েটার জগতে, বেশ জনপ্রিয় তিনি।

Next Article