পোশাকে রংমিলান্তি, নেটপাড়ায় ভাইরাল শ্বেতা-রুবেলের রিসেপশন লুক
পরনে আইভরি রঙের লহেঙ্গা। ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। সিঁথি ভর্তি সিঁদুর। মাথা ভর্তি অরকিড। নায়িকাকে এই রূপে দেখার অপেক্ষাতেই তো এত দিন ছিলেন সবাই। কথা হচ্ছে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের। ১৯ জানুয়ারি চার হাত এক হয়েছে।
পরনে আইভরি রঙের লহেঙ্গা। ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। সিঁথি ভর্তি সিঁদুর। মাথা ভর্তি অরকিড। নায়িকাকে এই রূপে দেখার অপেক্ষাতেই তো এত দিন ছিলেন সবাই। কথা হচ্ছে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের। ১৯ জানুয়ারি চার হাত এক হয়েছে। ২১ জানুয়ারি তাঁদের রিসেপশন। বিশেষ দিনে নায়ক-নায়িকার লুক দেখার অপেক্ষায় ছিলেন সবাই। যদিও বিয়ে বা রিসেপশনের সাজে আগেও রুবেল এবং শ্বেতাকে দেখেছেন দর্শক। কিন্তু এই বারটা একেবারে বিশেষ। জীবনের সবচেয়ে স্পেশ্য়াল একটা দিন। ইতিমধ্য়েই নেটপাড়ায় ভাইরাল রুবেল-শ্বেতার লুক।
‘যমুনা ঢাকী’ ধারাবাহিকে অভিনয়ের সময় থেকে যে সম্পর্কের শুরু, অবশেষে সেই সম্পর্ক পেল মধুর পরিণতি। বলা ভাল সম্পর্কের শুরু হল নতুন যাত্রা। টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল। খোদ রুবেল আর শ্বেতা বার বার গোপন করেছিলেন তাঁদের বিয়ের প্ল্যানিং। বছরের শুরুতেই সেই গোপনীয়তার পর্দা সরিয়ে নিজেরাই ফাঁস করেছিলেন বিয়ের তারিখ। গত বছর ডিসেম্বরে প্রথমে আংটি বদল। আর ১৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সমস্ত রীতিনীতি মেনে এলাহি আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন রুবেল ও শ্বেতা। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। আর এবার সারাজীবনের মতো পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হতে চলেছেন শ্বেতা ও রুবেল।