AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে বাঁচানোর তাগিদ একাই অর্জুনের? ‘পরকীয়ার গন্ধ পেতেই স্ত্রী…’

আজ বন্ধুত্ব দিবস। এই বিশেষ দিনে দাদা গৌরব, দুই বন্ধু ও স্ত্রী সৃজাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন অর্জুন। সেই পোস্টে আলাদা ভাবে সৃজাকে উল্লেখ করে তিনি লিখেছেন, "এজি স্কুল থেকে আজ আমরা এক মিষ্টি মেয়ে বাবা-মা..."। এই পোস্টের স্বপেক্ষে মেলেনি সৃজার প্রতিক্রিয়া।

বিয়ে বাঁচানোর তাগিদ একাই অর্জুনের? 'পরকীয়ার গন্ধ পেতেই স্ত্রী...'
| Updated on: Aug 04, 2024 | 8:15 PM
Share

বিদেশে গিয়ে নাকি পরকীয়ায় জড়িয়ে পড়েছেন অর্জুন চক্রবর্তী। বিগত বেশ কিছু দিন ধরেই এই ছিল টলিপাড়ার ব্রেকিং। হয়েছে বিস্তর আলোচনা। চলেছে নানা সমালোচনাও। সেই অভিযোগকে নস্যাৎ করে স্ত্রীর সঙ্গে একের পর এক মিষ্টি ছবি দিয়ে যাচ্ছেন অর্জুন। কিন্তু স্ত্রী সৃজা? এই গোটা ঘটনায় তিনি কি খানিক নিঃস্পৃহ? ইচ্ছে করেই মুখে গুঁজেছেন কুলুপ? নেটিজেনদের ধারণা তেমনটাই। এই ধারণার পিছনে অবশ্য রয়েছে তাঁদের খানিক যুক্তি।

এই যেমন আজ বন্ধুত্ব দিবস। এই বিশেষ দিনে দাদা গৌরব, দুই বন্ধু ও স্ত্রী সৃজাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন অর্জুন। সেই পোস্টে আলাদা ভাবে সৃজাকে উল্লেখ করে তিনি লিখেছেন, “এজি স্কুল থেকে আজ আমরা এক মিষ্টি মেয়ে বাবা-মা…”। এই পোস্টের স্বপেক্ষে মেলেনি সৃজার প্রতিক্রিয়া। এখানেই শেষ নয়, বন্ধুত্ব দিবস উপলক্ষে অর্জুন তাঁর কথা উল্লেখ করলেও সৃজার ইনস্টা স্টোরিতে কিন্তু কোথাও নেই অর্জুনের নাম-নিশান। বরং তিনি ট্যাগ করেছেন তাঁর অন্য বন্ধুদের। এর পরেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি ভুল বুঝে সম্পর্ক বাঁচাতে মরিয়া অর্জুন? সেই কারণেই একের পর এক পোস্ট।”

কিছু দিন আগে সৃজা আবার এক পোস্টও করেন। সেই পোস্টে তিনি লেখেন, ““যদি আমাকে জিজ্ঞাসা করেন কী কারণে আমি আজও এগিয়ে চলেছি, একটাই উত্তর হবে, আমার মেয়ের জন্য।” তখন দানা বেঁধেছিল নানা প্রশ্ন। কিছু দিন আগেই বঙ্গসম্মেলনে যোগ দিতে মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন। সেই সফরে তাঁর স্ত্রী তাঁর সঙ্গে যাননি। সেখানেই এক বাঙালি তন্বী নায়িকার সঙ্গে তাঁর সখ্যের কথা সামনে আসে। আগামী দিনে তাঁদের সম্পর্ক কোন খাতে এগোয় এখন সেটাই দেখার।