কার বুকে মাথা রেখেছেন ক্যাটরিনা! ভিকিই কি?: দেখুন ভাইরাল ছবি
ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কোনও এক ব্যক্তিকে চেপে জড়িয়ে ধরে আছেন।
জল্পনা তাঁরা চুটিয়ে প্রেম করছেন। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। তবে তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তাতে কী? ভিকি-ক্যাটরিনা রোজ কী কী পোস্ট করছে তার সব খোঁজখবর রাখছে অগুন্তি ফ্যান। গতকাল, বৃহস্পতিবার ক্যাটরিনার ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া এক ছবি আবার উস্কে দিল তাঁদের সম্পর্কের জল্পনা।
ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কোনও এক ব্যক্তিকে চেপে জড়িয়ে ধরে আছেন। সেই ব্যক্তির পরনে রয়েছে মাস্টার্ড রঙের টিশার্ট। তবে জনৈক ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। গোটা ছবিতে রয়েছে নীল রঙের প্রজাপতি। শুধু ক্যাটরিনার মুখ দেখা যাচ্ছে পরিস্কারভাবে।
Victrina forever#Vickat pic.twitter.com/3BRURnNcrD
— ? (@Farida9412) January 27, 2021
ইনস্টাতে শেয়ার হওয়ার পর থেকে ফ্যানেরা হ্যাশট্যাগ ভিক্যাট ব্যবহার করে ছবিটির স্ক্রিনশট শেয়ার করে চলেছে ফ্যানেরা। কারণ, ছবিতে কারওর মুখ দেখা না গেলেও ছবির টিশার্টের সঙ্গে মিল পাওয়া গিয়েছে ভিকির পরনের টিশার্টের সঙ্গে।
No I think it’s just a filter, not that deep? At max it represents ‘butterfly in my stomach’. Not more than that I feel
— Kay ? (@Kay16516) January 27, 2021
তাঁর ইনস্টা পোস্টেও দেখা গিয়েছে ভিকি পরে রয়েছেন ওই একই রঙের টিশার্ট। দুই দুইয়ে চার করা আমজনতা, টুইটে, ইনস্টাতে, ফেসবুকে চলছে একের পর এক শুভেচ্ছাবার্তা। কেউ লিখছেন, ‘তোমার জন্য ভীষণ খুশি, ক্যাট’ আবার কেউ লিখছেন, ‘কিছু একটা ঘটতে চলেছে’!