বক্স অফিসে ইতিহাস গড়ল রণবীরের ‘ধুরন্ধর’, কত টাকা করল আয়?
সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটির ওপর ‘একতরফা’ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA)। ছবির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছে এই সংগঠন।

ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করল আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’। মুক্তির পঞ্চম সপ্তাহে এসে ছবির গতি কিছুটা কমলেও এর উপার্জনের পরিসংখ্যান রীতিমতো চোখ কপালে তোলার মতো। ভারতে ৮৩৬.১৫ কোটি টাকার গণ্ডি পেরিয়ে এবার বিশ্বজুড়ে সর্বকালের সেরা ব্লকবাস্টারগুলোর তালিকায় নিজের জায়গা পোক্ত করে নিল এই স্পাই-থ্রিলার।
বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫৯ কোটি টাকার বেশি সংগ্রহ করে ‘ধুরন্ধর’ এখন ভারতীয় সিনেমার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উপার্জনকারী ছবি। এই পথচলায় রণবীরের ছবি পিছনে ফেলে দিয়েছে রাজামৌলির কালজয়ী সৃষ্টি ‘আরআরআর’-কে (যার বিশ্বব্যাপী আয় ছিল ১২৩০ কোটি টাকা)। এছাড়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এবং ‘জওয়ান’-এর মতো মেগা ব্লকবাস্টারগুলোকেও ছাপিয়ে এটি এখন ভারতের ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবি। বর্তমানে ছবিটির লক্ষ্য ১৩০০ কোটি টাকার মাইলফলক ছোঁয়া।
৩২তম দিন: ৫.৪০ কোটি টাকা।
৩৩তম দিন: ৫.৭০ কোটি টাকা।
৩৪তম দিন: ৪.৭৫ কোটি টাকা।
মোট ভারত (নেট): ৮৩৬.১৫ কোটি টাকা।
বিশ্বব্যাপী সংগ্রহ: ১২৫৯ কোটি+ টাকা।
গত বুধবার হিন্দি বলয়ে ছবিটির গড় উপস্থিতি ছিল ১০.৪৯ শতাংশ, যার মধ্যে সান্ধ্যকালীন শোগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি। বর্তমানে ‘ধুরন্ধর’-এর সামনে রয়েছে কেবল তিনটি ছবি— ‘দঙ্গল’ (২০৭০.৩ কোটি), ‘বাহুবলী ২’ (১৭৮৮.০৬ কোটি) এবং ‘পুষ্পা ২’ (১৭৪২.১ কোটি)।
একটি একক ভাষায় নির্মিত ছবি হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ায় ‘ধুরন্ধর’-কে কুর্নিশ জানিয়েছে নামী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। তাদের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, “ধুরন্ধর কেবল একটি সিনেমা নয়, এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক। আদিত্য ধর এবং জিও স্টুডিওসকে অভিনন্দন একটি একক ভাষায় সর্বোচ্চ আয়ের নজির গড়ার জন্য। আদিত্য ধরের নির্ভীক গল্প বলার শৈলী এবং উৎকর্ষের প্রতি তাঁর অঙ্গীকার ভারতীয় সিনেমার জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে।”
আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন। এই অভাবনীয় সাফল্যের রেশ টেনেই বড় ঘোষণা করা হয়েছে— ‘ধুরন্ধর: পার্ট ২’ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ মার্চ, ২০২৬-এ।
