ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০: কে হলেন শ্রেষ্ঠ অভিনেতা? শ্রেষ্ঠ সিরিজই বা কী?

কার মাথায় উঠল মুকুট? এক ঝলকে দেখে নিন সম্পূর্ণ তালিকা।

| Updated on: Dec 20, 2020 | 6:53 PM
এই প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সংযুক্ত হল ওয়েব প্ল্যাটফর্মও। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে বেছে নেওয়া হল প্রিয় পরিচালক, প্রিয় সিরিজ, অভিনেতা। করোনার কারণে সিনেমা হলের বন্ধ হওয়ার পর ওটিটি'র একচেটিয়া রাজ এ বার তাকে এক সারিতে দাঁড় করাল প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত সিনেমার। শনিবার বেছে নেওয়া হল এই অ্যাওয়ার্ড শো-এর বিজয়ীদের। কার মাথায় উঠল মুকুট? এক ঝলকে দেখে নিন সম্পূর্ণ তালিকা।

এই প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সংযুক্ত হল ওয়েব প্ল্যাটফর্মও। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে বেছে নেওয়া হল প্রিয় পরিচালক, প্রিয় সিরিজ, অভিনেতা। করোনার কারণে সিনেমা হলের বন্ধ হওয়ার পর ওটিটি'র একচেটিয়া রাজ এ বার তাকে এক সারিতে দাঁড় করাল প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত সিনেমার। শনিবার বেছে নেওয়া হল এই অ্যাওয়ার্ড শো-এর বিজয়ীদের। কার মাথায় উঠল মুকুট? এক ঝলকে দেখে নিন সম্পূর্ণ তালিকা।

1 / 8
শ্রেষ্ঠ সিরিজ হিসেবে বেছে নেওয়া হয়েছে 'পাতাল লোক'কে। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন 'পাতাল লোক' সিরিজেরই অবিনাশ অরুণ এবং প্রসিত রায়।

শ্রেষ্ঠ সিরিজ হিসেবে বেছে নেওয়া হয়েছে 'পাতাল লোক'কে। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন 'পাতাল লোক' সিরিজেরই অবিনাশ অরুণ এবং প্রসিত রায়।

2 / 8
ক্রিটিকস চয়েজে যদিও শ্রেষ্ঠ সিরিজের তকমা পেয়েছে 'দ্য ফ্যামিলি ম্যান'। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন ওই সিরিজেরই পরিচালকদ্বয় কৃষ্ণ ডিকে এবং রাজি নিদিমোরু।

ক্রিটিকস চয়েজে যদিও শ্রেষ্ঠ সিরিজের তকমা পেয়েছে 'দ্য ফ্যামিলি ম্যান'। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন ওই সিরিজেরই পরিচালকদ্বয় কৃষ্ণ ডিকে এবং রাজি নিদিমোরু।

3 / 8
দর্শকের বিচারে ড্রামা সিরিজের শ্রেষ্ঠ অভিনেতার তকমা পেলেন 'পাতাল লোক'-এর জয়দীপ আহলাওয়াত। ওই বিভাগেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বেছে নেওয়া সুস্মিতা সেনকে 'আরিয়া' সিরিজের জন্য।

দর্শকের বিচারে ড্রামা সিরিজের শ্রেষ্ঠ অভিনেতার তকমা পেলেন 'পাতাল লোক'-এর জয়দীপ আহলাওয়াত। ওই বিভাগেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বেছে নেওয়া সুস্মিতা সেনকে 'আরিয়া' সিরিজের জন্য।

4 / 8
ক্রিটিক চয়েজে ড্রামা সিরিজে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 'দ্য ফ্যামিলি ম্যান'-এর জন্য মুকুট ছিনিয়ে নিলেন মনোজ বাজপেয়ী। ওই বিভাগেই সমালোচকদের মতে শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন ওই একই সিরিজের জন্য প্রিয়ামণী।

ক্রিটিক চয়েজে ড্রামা সিরিজে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 'দ্য ফ্যামিলি ম্যান'-এর জন্য মুকুট ছিনিয়ে নিলেন মনোজ বাজপেয়ী। ওই বিভাগেই সমালোচকদের মতে শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন ওই একই সিরিজের জন্য প্রিয়ামণী।

5 / 8
দর্শকের বিচারে কমেডি সিরিজে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বেছে নেওয়া হল জিতেন্দ্র কুমারকে 'পঞ্চায়েত' সিরিজের জন্য। ওই একই বিভাগে 'লিটল থিংগস'-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হলে মিথিলা পালকর।

দর্শকের বিচারে কমেডি সিরিজে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বেছে নেওয়া হল জিতেন্দ্র কুমারকে 'পঞ্চায়েত' সিরিজের জন্য। ওই একই বিভাগে 'লিটল থিংগস'-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হলে মিথিলা পালকর।

6 / 8
সমালোচকদের বিচারে অবশ্য  কমেডি সিরিজের শ্রেষ্ঠ অভিনেতা 'লিটল থিংগস'-এর ধ্রুব শেহগল। অন্যদিকে ওই বিভাগেই সেরা অভিনেত্রী 'পুষ্পভল্লি' সিরিজের সুমুখী সুরেশ।

সমালোচকদের বিচারে অবশ্য কমেডি সিরিজের শ্রেষ্ঠ অভিনেতা 'লিটল থিংগস'-এর ধ্রুব শেহগল। অন্যদিকে ওই বিভাগেই সেরা অভিনেত্রী 'পুষ্পভল্লি' সিরিজের সুমুখী সুরেশ।

7 / 8
শ্রেষ্ঠ কমেডি সিরিজের তকমা ছিনিয়ে নিয়ে গেল 'পঞ্চায়েত'। ওটিটি শ্রেষ্ঠ ছবি হিসেবে বেছে নেওয়া হল নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং রাধিকা আপ্তে অভিনীত 'রাত আকেলি হ্যায়'।

শ্রেষ্ঠ কমেডি সিরিজের তকমা ছিনিয়ে নিয়ে গেল 'পঞ্চায়েত'। ওটিটি শ্রেষ্ঠ ছবি হিসেবে বেছে নেওয়া হল নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং রাধিকা আপ্তে অভিনীত 'রাত আকেলি হ্যায়'।

8 / 8
Follow Us: