এই প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সংযুক্ত হল ওয়েব প্ল্যাটফর্মও। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে বেছে নেওয়া হল প্রিয় পরিচালক, প্রিয় সিরিজ, অভিনেতা। করোনার কারণে সিনেমা হলের বন্ধ হওয়ার পর ওটিটি'র একচেটিয়া রাজ এ বার তাকে এক সারিতে দাঁড় করাল প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত সিনেমার। শনিবার বেছে নেওয়া হল এই অ্যাওয়ার্ড শো-এর বিজয়ীদের। কার মাথায় উঠল মুকুট? এক ঝলকে দেখে নিন সম্পূর্ণ তালিকা।