AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে এফআইআর, কী ঘটনায় এমন হলো?

রাজস্থানের বিকানেরে সঞ্জয় লীলা বনশালী এবং আরও দু’জনের বিরুদ্ধে প্রতারণা, দুর্ব্যবহার এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযোগ উঠেছে পরিচালক বনশালীর ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এর শুটিং চলাকালীন কিছু ঘটনাকে কেন্দ্র করে।

সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে এফআইআর, কী ঘটনায় এমন হলো?
| Edited By: | Updated on: Sep 03, 2025 | 9:01 AM
Share

রাজস্থানের বিকানেরে সঞ্জয় লীলা বনশালী এবং আরও দু’জনের বিরুদ্ধে প্রতারণা, দুর্ব্যবহার এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযোগ উঠেছে পরিচালক বনশালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালীন কিছু ঘটনাকে কেন্দ্র করে। বিকানের সদর সার্কেলের অফিসার বিষ্ণাল জাঙ্গিড় জানিয়েছেন, অভিযোগকারী প্রতীক রাজ মথুর দাবি করেছেন যে, তাঁকে লাইন প্রোডিউসার হিসেবে একটি কনট্রাক্ট দেওয়া হয়েছিল বনশালীর তরফ থেকে। কিন্তু পরবর্তীতে তা বাতিল করে দেওয়া হয়। মথুরের অভিযোগ, তাঁকে লাইন প্রোডিউসার হিসেবে দায়িত্ব দেওয়ার পর বিনা পারিশ্রমিকে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বনশালী ও তার টিমের দু’জন সদস্য—অরবিন্দ গিল এবং উৎকর্ষ বালির দ্বারা।

তিনি আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার বিকানেরের বিচ্ছওয়াল থানায় বনশালী, অরবিন্দ গিল এবং উৎকর্ষ বালির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক ভয় দেখানোর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। মথুরের আরও অভিযোগ, তিনি শুটিংয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছিলেন এবং প্রয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ও করেছিলেন। তবে যখন তিনি একটি হোটেলে পরিচালক দলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন বনশালী ও অন্যান্য সদস্যরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনার তদন্ত করছেন বিচ্ছওয়াল থানার অফিসার গোবিন্দ সিং চরণ।

ভানসালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ছবিটা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। এই জটিলতা দ্রুত কেটে যাবে বলে মনে করছেন কিছু সিনেমাপ্রেমী।