AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এনগেজমেন্ট সারলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী, পাত্র ‘ড্রামার’: দেখুন ছবি

গতকাল ছিল এনগেজমেন্ট। বিয়ের ডেট অবশ্য ঠিক হয়নি। বন্ধুবান্ধব থেকে টলি সেলেবও ছিলেন আংটিবদল অনুষ্ঠানে।

| Updated on: Jan 29, 2021 | 8:44 AM
Share
গত বছর শেষের দিকে ঠিক করেছিলেন এনগেজমেন্ট সেরে ফেলবেন। তা-ই হল গতকাল আংটি বদল করলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী।

গত বছর শেষের দিকে ঠিক করেছিলেন এনগেজমেন্ট সেরে ফেলবেন। তা-ই হল গতকাল আংটি বদল করলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী।

1 / 8
পাত্র সম্বিত চট্টোপাধ্যায়। পেশা ড্রামিং। বহু তাবড় তাবড় শিল্পীদের সঙ্গত করেছেন। সম্বিত একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ছিলেন।

পাত্র সম্বিত চট্টোপাধ্যায়। পেশা ড্রামিং। বহু তাবড় তাবড় শিল্পীদের সঙ্গত করেছেন। সম্বিত একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ছিলেন।

2 / 8
বিয়ের আপাতত কোনও প্ল্যান নেই চিত্রাঙ্গদার। কথাবার্তা চলছে। এনগেজমেন্ট পাত্র-পাত্রীর দুই পরিবার এক হয়ে ছিল। দু’জনের বন্ধুবান্ধবরা যোগ দিয়েছিলেন। অভিনেত্রী পার্নো মিত্রও উপস্থিত ছিলেন।

বিয়ের আপাতত কোনও প্ল্যান নেই চিত্রাঙ্গদার। কথাবার্তা চলছে। এনগেজমেন্ট পাত্র-পাত্রীর দুই পরিবার এক হয়ে ছিল। দু’জনের বন্ধুবান্ধবরা যোগ দিয়েছিলেন। অভিনেত্রী পার্নো মিত্রও উপস্থিত ছিলেন।

3 / 8
চিত্রাঙ্গদার কথায় “বেসিক্যালি পার্টি করতে চেয়েছিলাম। মনেও হচ্ছিল বার্থ ডে পার্টি। কিন্তু দেখলাম, সবাই বেশ ইমোশনাল হয়ে গেল। মা, ঋতাভরী সবাই...”

চিত্রাঙ্গদার কথায় “বেসিক্যালি পার্টি করতে চেয়েছিলাম। মনেও হচ্ছিল বার্থ ডে পার্টি। কিন্তু দেখলাম, সবাই বেশ ইমোশনাল হয়ে গেল। মা, ঋতাভরী সবাই...”

4 / 8
দু’জনের আলাপ। কলেজে। সেন্ট সেভিয়ার্স কলেজে পড়তেন চিত্রাঙ্গদা-সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচিত। আর প্রেম কলেজের শেষের দিকে শুরু।

দু’জনের আলাপ। কলেজে। সেন্ট সেভিয়ার্স কলেজে পড়তেন চিত্রাঙ্গদা-সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচিত। আর প্রেম কলেজের শেষের দিকে শুরু।

5 / 8
দু’জনেই বম্বেতে সেটেলড। বিয়ের আগেও একসঙ্গে থাকতেন। পরেও খুব একটা ফারাক হবে না।

দু’জনেই বম্বেতে সেটেলড। বিয়ের আগেও একসঙ্গে থাকতেন। পরেও খুব একটা ফারাক হবে না।

6 / 8
লাল রঙের শাড়ি, স্লিভলেস ব্লাউজে ছিমছাম সাজ ছিল পাত্রীর। আর পাত্র পরেছিলেন, সাদা পাঞ্জাবি। গায়ে ঘিয়ে রঙের শাল। নাচে গানে ভরপুর সন্ধের ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী চক্রবর্তী। পাঞ্জাবি গান থেকে এ আর রহমানের গান বেজেছে অনুষ্ঠানে। কোমর দুলিয়েছেন পাত্র-পাত্রী দু়’জনেই।

লাল রঙের শাড়ি, স্লিভলেস ব্লাউজে ছিমছাম সাজ ছিল পাত্রীর। আর পাত্র পরেছিলেন, সাদা পাঞ্জাবি। গায়ে ঘিয়ে রঙের শাল। নাচে গানে ভরপুর সন্ধের ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী চক্রবর্তী। পাঞ্জাবি গান থেকে এ আর রহমানের গান বেজেছে অনুষ্ঠানে। কোমর দুলিয়েছেন পাত্র-পাত্রী দু়’জনেই।

7 / 8
বিয়ের পরদিন মানে আজই চিত্রাঙ্গদা ফিরে যাবেন মুম্বই। প্যান্ডেমিকের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ওয়েব সিরিজের শুট, সেটাই শুরু হবে। এক ইনডিপেনডেন্ট ছবিতেও কাজ করছেন চিত্রাঙ্গদা।

বিয়ের পরদিন মানে আজই চিত্রাঙ্গদা ফিরে যাবেন মুম্বই। প্যান্ডেমিকের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ওয়েব সিরিজের শুট, সেটাই শুরু হবে। এক ইনডিপেনডেন্ট ছবিতেও কাজ করছেন চিত্রাঙ্গদা।

8 / 8