বাড়ির পরিচারিকাদের জন্যে মাসে-মাসে মোটা টাকা খরচ গৌরীর, জানেন কত?
গৌরী সকলকে যথাযত সম্মানও করেন। সে খবর একাধিকবার সামনে এসেছে। বিভিন্ন আনন্দ উৎসবে উপহার থেকে শুরু করে বিপদে পাশে থাকা, তাঁদের পরিবারের মতোই আগলে রাখেন।

তিনি শাহরুখ খান। মন্নত-এর মালিক বলে কথা। বিশাল বিলাসবহুল সেই বাংলোর যত্ন নিতে তো আর কম খরচ হয় না। বহু পরিচারিকা রয়েছে তাঁদের বাড়িতে। গৌরী খানের নির্দেশে যাঁরা রান্না ঘর থেকে শুরু করে সবটা সামলে থাকেন। পারিশ্রমিকও নেহাতই কম পান না। যদিও সকলের যত্নের যেন কোনও ক্রুটি না থাকে, সেই বিষয়টাতে বরাবরই নজর রাখেন গৌরী খান। সকলকে যথাযত সম্মানও করেন। সে খবর একাধিকবার সামনে এসেছে। বিভিন্ন আনন্দ উৎসবে উপহার থেকে শুরু করে বিপদে পাশে থাকা, তাঁদের পরিবারের মতোই আগলে রাখেন।
শুধু তাই নয়, তাঁদের থাকার জন্যেও বিশেষ ব্যবস্থা নিয়েছেন গৌরী খান। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে নিয়েছেন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া। সাড়ে সাতশো স্কোয়ার ফিটের সেই ফ্ল্যাটেই মন্নত-এর কর্মচারীরা থাকেন। এটি একটা ডুপ্লেক্স ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের ভাড়া বাবদ গৌরী খান মাস গেলে গোনেন ১.৩৫ কোটি টাকা। তার জন্যে সিকিউরিটি ডিপোজিটও রাখতে হয়েছে মোটা টাকা। চার লাখের বেশি টাকা তিনি জমা রেখেছেন। পঙ্কজ সোসাইটিতে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। তিন বছরের চুক্তিতে সেই ফ্ল্যাটটি ভাড়ায় নিয়েছেন তিনি।





