AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আগুন দাও লাগাইয়া…’, সমুদ্রের জলে, নীল বিকিনিতে মিমির ছবি ভাইরাল

নীল বিকিনিতে নায়িকা মিমি চক্রবর্তীর লুকই এখন চর্চার কেন্দ্রে। এক অনুরাগী লিখেছেন, ''মিমি চক্রবর্তীকে হট লাগছে! যেভাবে তিনি পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন, তাতে বক্স অফিসে ঝড় উঠবে।'' আর এক অনুরাগী মজা করে লিখেছেন, ''পুলিশ এমন সুন্দরী হলে চোর এমনিই ধরা দেবে!'' বাংলা ছবির নায়িকাদের সচরাচর বিকিনিতে দেখা যায় না বড়পর্দায়।

'আগুন দাও লাগাইয়া...', সমুদ্রের জলে, নীল বিকিনিতে মিমির ছবি ভাইরাল
| Edited By: | Updated on: Jul 23, 2025 | 12:10 PM
Share

দুর্গাপুজোতে আসছে ‘রক্তবীজ টু’। ২০২৩-এর দুর্গাপুজোতে এসেছিল ‘রক্তবীজ’। সেই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। তাঁর চরিত্রের নাম সংযুক্তা। এই ছবিতে নায়ক আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি মিমির। এবার সেই চরিত্র চলে গিয়েছে সমুদ্রে। বিচে নীল বিকিনিতে সংযুক্তা ডানা মেলল। ছবির গল্প অনুযায়ী, কীভাবে এমন ঘটল, তা জানতে অবশ্য ছবির মুক্তি অবধি অপেক্ষা করতে হবে।

তবে নীল বিকিনিতে নায়িকা মিমি চক্রবর্তীর লুকই এখন চর্চার কেন্দ্রে। এক অনুরাগী লিখেছেন, ”মিমি চক্রবর্তীকে হট লাগছে! যেভাবে তিনি পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন, তাতে বক্স অফিসে ঝড় উঠবে।” আর এক অনুরাগী মজা করে লিখেছেন, ”পুলিশ এমন সুন্দরী হলে চোর এমনিই ধরা দেবে!” বাংলা ছবির নায়িকাদের সচরাচর বিকিনিতে দেখা যায় না বড়পর্দায়। মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’-এ অবশ্য রাইমা সেন, পার্নো মিত্র আর স্বস্তিকা মুখোপাধ্যায়কে সমুদ্রের পাড়ে মজা করতে দেখা গিয়েছিল। তবে কেউই বিকিনি পরেননি। বরং বলিউডে বিকিনিতে মোহময়ী হয়ে উঠেছেন দীপিকা পাড়ুকোন আর কিয়ারা আদবানি। দীপিকা বিকিনিতে দেখা গিয়েছিল ‘পাঠান’ ছবিতে। সেই লুক সামনে আসার পরই ভাইরাল হয়েছিল। আর কিয়ারা বিকিনি লুকে ঝড় তুলেছেন ‘ওয়ার টু’ ছবিতে।

লক্ষণীয় মিমি প্রাক্তন সাংসদ। সেই পদ ছেড়ে আপাতত তিনি শুধু সিনেমাতে মন দিয়েছেন। সাংসদ থাকার সময়ে এক সাহসী সাজে নায়িকাকে দেখা যায়নি। তবে এবার এতটাই সুন্দর লাগছে মিমিকে যে তা টলিপাড়ার চর্চার বিষয় হয়ে উঠল।