ধর্মাত্মা থেকে কাবুল এক্সপ্রেস.. আফগানিস্তানে শুটিং হয়েছিল আর কোন হিন্দি ছবির
তালিবানদের দখলে আফগানিস্তান। গত সপ্তাহান্তে হাজার হাজার আফগান মানুষ কাবুল এয়ারপোর্টে ভিড় জমিয়েছিলেন। তাঁরা ফ্লাইট ধরে দেশ ছেড়ে পালাতে চাইছিলেন। কারণ, তালিবানদের কঠিন ইসলাম নীতিতে তাঁরা চলতে রাজি নন। এই আফগানিস্তানই ছিল বহু হিন্দি ছবির শুটিং লোকেশন। কোন কোন ছবি দেখে নিন গ্যালারিতে -
Most Read Stories