বয়সে ছোট নায়কের সঙ্গে ‘লিভ ইন’! কী ভাবে মৃত্যু হয় নায়িকা রাজেশ্বরীর?

রাজেশ্বরী রায়চৌধুরী এককালে টলিপাড়ার দাপুটে অভিনেত্রী। ঠোঁটের উপর একটা বড় তিল। মেদহীন চেহারা। খুব অল্প সময়েই দর্শকের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। নায়িকার জীবনেও এসেছিল অনেক ঘাত প্রতিঘাত। কোথায় চলে গেলেন অভিনেত্রী?

বয়সে ছোট নায়কের সঙ্গে 'লিভ ইন'! কী ভাবে মৃত্যু হয় নায়িকা রাজেশ্বরীর?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 3:53 PM

রাজেশ্বরী রায়চৌধুরী এককালে টলিপাড়ার দাপুটে অভিনেত্রী। ঠোঁটের উপর একটা বড় তিল। মেদহীন চেহারা। খুব অল্প সময়েই দর্শকের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। নায়িকার জীবনেও এসেছিল অনেক ঘাত প্রতিঘাত। কোথায় চলে গেলেন অভিনেত্রী? তাঁর মা ছিলেন কবি। আর বাবাও ছিলেন লেখক।

অভিনেত্রী নিজে মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। যদিও ডাক্তারিকে পেশা হিসাবে বেছে নেননি রাজেশ্বরী। জানেন, টলিপাড়ার কোন নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী? শোনা যায়, কাজের সূত্রেই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সে যুগে বয়সে ছোট হিরোর সঙ্গে নায়িকার প্রেম সে বিরল ঘটনা। তা নিয়ে কম গুঞ্জন হয়নি। অভিষেকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন রাজেশ্বরী। যদিও তাঁদের প্রেম বেশি দিন টেকেনি।

কখনও নায়িকা কখনও আবার সহ-নায়িকা হিসাবে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনই ছবির শুটিং করতে করতেই ১৯৯৪ সালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। হেপাটাইটিস বি-এ আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ্বরী। খুব অল্প সংখ্যক ছবিতে কাজ করলেও দর্শকের নজর কেড়েছিলেন নায়িকা। উল্লেখ্য, ১৯৭২ সালে ‘স্ত্রীরপত্র’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। মাধবী মুখোপাধ্যায় মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার পর পর একের পর এক ছবিতে অভিনয় করেছেন। কোনও ছবিতে নায়িকা তো কোনওটিতে আবার খলনায়িকা। ‘ডাক্তারবাবু’ ছবিটি নায়িকার মোড় ঘুরিয়ে দেয়। তার পর আর তাঁকে পিছনে ঘুরে তাকাতে হয়নি।