কেমন কাজলের শাশুড়ি? সন্তান হতেই রাতারাতি পাল্টে যায় অজয়ের ব্যবহার, তারপর…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 05, 2024 | 12:25 PM

Relationship Gossip: কাজল সেই সময় তার থেকেও বেশি সফল ছিলেন তাঁর অভিনয় দাপটে। একের পর এক ছবি প্রস্তাব তখন তাঁর ঝুলিতে। সে সময় কী করবেন বুঝতে পারছিলেন না কাজল। সদ্য নাইসা জন্মগ্রহণ করেছে। সে সময় তাঁর পরিবার থেকে তিনি কী ব্যবহার পেয়েছিলেন, এত বছর পর খোলসা করলেন।

কেমন কাজলের শাশুড়ি? সন্তান হতেই রাতারাতি পাল্টে যায় অজয়ের ব্যবহার, তারপর...

Follow Us

সন্তান হওয়ার পর সাধারণত অধিকাংশ মহিলাকে তাঁর কর্মজগত থেকে খানিকটা সরে যেতে হয়। সবার ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য না হলেও, অধিকাংশ সেই চেষ্টা করে থাকেন। কারও আবার নিজের এই বিষয়ে মত না থাকলেও, শ্বশুরবাড়ির চাপে কাজ ছাড়ার কথা ভাবতে হয়। অভিনেত্রী কাজলের ক্ষেত্রে ঠিক কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল! বলিউডে অজয় দেবগণ যতটা সফল অভিনেতা ছিলেন, কাজল সেই সময় তার থেকেও বেশি সফল ছিলেন তাঁর অভিনয় দাপটে। একের পর এক ছবি প্রস্তাব তখন তাঁর ঝুলিতে। সে সময় কী করবেন বুঝতে পারছিলেন না কাজল। সদ্য নাইসা জন্মগ্রহণ করেছে। সে সময় তাঁর পরিবার থেকে তিনি কী ব্যবহার পেয়েছিলেন, এত বছর পর খোলসা করলেন।

কাজলের কথায়, আমি এক দারুণ পরিবার পেয়েছি। যাঁরা খুব সুন্দরভাবে প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকে গেছেন। আমার শাশুড়ি প্রথম ব্যক্তি যিনি আমায় বলেছিলেন, আমার কাজে ফেরা উচিত। তিনি আমায় বলেছিলেন, চিন্তার কোনও কারণ নেই আমরা আছি তোমার মেয়ের জন্য। আমার স্বামী অজয় আমার শিডিউলের সঙ্গে মানিয়ে নেওয়া শুরু করলো। যদি আমার আউটডোর শুট থাকতো, তবে অজয় চেষ্টা করত বাইরে না যেতে। আমরা এটা একে অপরের জন্য করে থাকতাম।

সন্তান বড় করার প্রসঙ্গে কাজল আরও বলেন, শিশুর থেকে দূরে থাকার বিষয় আমি খুব চিন্তিত থাকতাম। কিন্তু আমার মা প্রতিটা মুহূর্তে আমায় বলতেন কতটা সময় দিচ্ছো তাঁর থেকে অনেক বেশি জরুরী। কেমন সময় তুমি তোমার সন্তানের সঙ্গে কাটাচ্ছো। যদি ১০ মিনিটও সন্তানকে দাও তবে তা যেন সম্পূর্ণ সন্তানের জন্যই হয়ে থাকে। সেই সময়টুকুতে টিভি থাকবে না কোন ফোন থাকবে না অন্য কোন কাজ থাকবে না অন্য কেউ থাকবে না। অভিভাবক হিসেবে এটাই আমি করতে পেরেছিলাম।

Next Article