‘ঘরের বায়োস্কোপ’-এ হঠাত্ দেখা, তাতেই নতুন শুরু তৃণার!
Trina Saha: নায়ক ওমের সঙ্গে জুটি বেঁধে তৃণার ধারাবাহিক সেরকম জনপ্রিয়তা পায়নি। তাই তৃণা আবার কবে একটা চর্চিত ধারাবাহিকের অংশ হবেন, তার জন্য অপেক্ষা করছিলেন অনুরাগীরা।

২০২৪-এর ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে হঠাত্ দেখা হয়েছিল অভিনেত্রী তৃণা সাহার। তৃণা সাহার কেরিয়ারে উত্থানের পিছনে স্নেহাশিস চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। ‘খোকাবাবু’ নামের ব্লকবাস্টার ধারাবাহিকের জন্যই তৃণা চর্চায় এসেছিলেন। সেই ধারাবাহিকটিও স্নেহাশিসের ঘরে তৈরি। লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানেও তৃণা সুপারহিট ধারাবাহিকে কাজ করেছেন। তবে নায়ক ওমের সঙ্গে জুটি বেঁধে তৃণার ধারাবাহিক সেরকম জনপ্রিয়তা পায়নি। তাই তৃণা আবার কবে একটা চর্চিত ধারাবাহিকের অংশ হবেন, তার জন্য অপেক্ষা করছিলেন অনুরাগীরা।
ঘরের বায়োস্কোপ-এ স্নেহাশিসের সঙ্গে দেখা হতেই তৃণা আবদার করেছিলেন, ‘আবার একসঙ্গে কাজ করতে চাই। কবে দেখা করতে আসব বলো?’ স্নেহাশিস বলেন, সামনে কিছু প্ল্যান করবেন। তবে তখন আঁচ পাওয়া যায়নি, ‘পরশুরাম’ ধারাবাহিকেই তৃণা থাকবেন।
রাত আটটায় ‘উড়ান’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল প্রতীক সেনকে। সেই জায়গাটি দখল করেছে ‘পরশুরাম’। সেখানে নায়ক ইন্দ্রজিত্ বসুর পাশাপাশি রয়েছেন তৃণা। প্রথম সপ্তাহেই এই ধারাবাহিকের রেটিং নির্দিষ্ট বিভাগে ৬.৪। বেঙ্গল টপার ধারাবাহিক ‘পরিণীতা’র চেয়ে মাত্র ০.৪ কম। তাই ধারাবাহিকটা প্রথম সপ্তাহেই চর্চায় চলে এসেছে। তৃণা ভীষণই খুশি এই ইনিংস শুরু হল বলে।
TV9 বাংলাকে তৃণা বললেন, “ভীষণ ভাল লাগছে। প্রথম সপ্তাহে এত ভাল রেটিং আসবে এক্সপেক্ট করিনি। তবে এটা দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। সামনের সপ্তাহগুলোতে আমাকে আরও ভাল করতে হবে। সব দাদার হাতে। আর আমি নিশ্চিত বরাবরের মতো দাদা ম্যাজিক করবে। আমার চরিত্র তটিনীকে এখন যেমন দেখা যাচ্ছে, একজন ঘরোয়া মেয়ে, সেটা নয়। সে আসলে কীরকম, সেটা কীভাবে দেখানো হবে, সেটা নিয়েও আমি খুব উত্তেজিত”।





