রাতারাতি বাড়ে হৃত্বিকের সম্পত্তি, ৬২২ কোটি থেকে লাফিয়ে সঞ্চয় দাঁড়াল কততে?

Hrithik Roshan: ২০০০ সালে কাহো না পেয়ার হ্যায় ছবির মধ্যে দিয়ে বলিউড পেয়েছিল নতুন হিরোকে। হৃত্বিক রোশনকে দেখে সকলেই তখন এক কথায় মন দিয়েছিলেন। হৃত্বিক রোশনের পারিশ্রমিক বেশ বেড়েছে সিনেপাড়ায়।

রাতারাতি বাড়ে হৃত্বিকের সম্পত্তি, ৬২২ কোটি থেকে লাফিয়ে সঞ্চয় দাঁড়াল কততে?
Follow Us:
| Updated on: Dec 23, 2024 | 10:00 PM

তিনি গ্রিকগড। হাজার হাজার মহিলা ভক্তর মনে তাঁর বাস। তিনি হৃত্বিক রোশন। বলিউডের অন্যতম হ্যান্ডসম হাঙ্ক। তাঁর স্টাইল, তাঁর লুক, বলিউডে যেন একচিলতে হলিউডের ছোয়া। তিনি নিজেকে দিন দিন আরও স্টানিং করে তুলেছেন। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মহিলা ভক্তদের তাঁর প্রতি আকর্ষণও। ২০০০ সালে কাহো না পেয়ার হ্যায় ছবির মধ্যে দিয়ে বলিউড পেয়েছিল নতুন হিরোকে। হৃত্বিক রোশনকে দেখে সকলেই তখন এক কথায় মন দিয়েছিলেন। হৃত্বিক রোশনের পারিশ্রমিক বেশ বেড়েছে সিনেপাড়ায়। ৮- থেকে ৮৫ কোটি টাকা একটি ছবি থেকে আয় করেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,১৩০ কোটি টাকা।

বর্তমানে বলিউডের অন্যতম ধনী অভিনেতা তিনি। ২০২০ সালে হঠাৎই বেড়ে যায় তাঁর সম্পত্তি। ৬২২ কোটি টাকা রাতারাতি বেড়ে যায় হৃত্বিকের আয়। যার ফলে ২০১৪ সালে হৃত্বিকের সম্পত্তির পরিমাণ এক লাফে বেড়ে গিয়েছে ৩,৫৪৮ কোটি টাকা। ১০০ কোটির ফ্ল্যাট রয়েছে তাঁর। বছরে হৃত্বিক রোশনের আয় ৮০ থেকে ১০০ কোটি টাকা। সেই হিসেব অনুযায়ী দিনপুছু হৃত্বিক রোশনের আয় দাঁড়ায় ৩.২ লাখ টাকা।

প্রতি ১০ মিনিটে তিনি আয় করে থাকেন ১০ হাজার টাকা। গড়ের হিসেব তেমনটাই বলে। এছাড়াও লোনাভলাতে রয়েছে তাঁর একটি ফার্ম হাউস। এছাড়াও বর্তমানে একাধিক বিগ বাজেট ছবি তাঁর ঝুলিতে। একের পর এক ছবিতে বাজিমাত করছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর ব্র্যান্ডের বিজ্ঞাপন। তিনি হৃত্বিক রোশন বলে কথা। তাঁর স্টাইলকে ফলো করবেন না সাধারন মানুষ তা কি হয়।