পিরিয়ডের আগে ভয়ঙ্কর কষ্ট, কোন সমস্যা তুলে ধরলেন গায়িকা ইমন
পিএমএস নিয়ে এবার ফেসবুকে মনের কথা লিখলেন গায়িকা ইমন। মেয়েদের প্রতি মাসে পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু শারীরিক কষ্ট হয়। সেই কারণে মানসিকভাবেও ভেঙে পড়েন অনেকে। ইমন লিখলেন, ''সব মেয়েদেরই বলছি, পিএমএস ভীষণ সিরিয়াস একটা সমস্যা। ধ্যান করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, ভালো করে খেতে হবে এই সময়ে। আর যদি মনে হয় এই সময়ে কোনও কাজ করতে ইচ্ছা করছে না, তা হলে কোনও কাজ করার দরকার নেই। কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিন।

পিএমএস নিয়ে এবার ফেসবুকে মনের কথা লিখলেন গায়িকা ইমন। মেয়েদের প্রতি মাসে পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু শারীরিক কষ্ট হয়। সেই কারণে মানসিকভাবেও ভেঙে পড়েন অনেকে। ইমন লিখলেন, ”সব মেয়েদেরই বলছি, পিএমএস ভীষণ সিরিয়াস একটা সমস্যা। ধ্যান করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, ভালো করে খেতে হবে এই সময়ে। আর যদি মনে হয় এই সময়ে কোনও কাজ করতে ইচ্ছা করছে না, তা হলে কোনও কাজ করার দরকার নেই। কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিন।
তারপর উত্সাহের সঙ্গে কাজে ফিরুন। আমি বহু বছর ধরে এই সমস্যায় কষ্ট পাচ্ছি। বিষয়টার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। নিজের উপর আত্মবিশ্বাস আছে যে, যতবার এই সমস্যার মধ্যে পড়ব, তা থেকে ঠিক বেরিয়ে আসব। বাকি মহিলারা যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য শুভেচ্ছা রইল।”
একটা সময় ছিল, যখন এই ধরনের সমস্যা নিয়ে সেলিব্রিটিরা সরাসরি কথা বলতেন না। সমাজে মহিলাদের একটা বড় অংশ মনে করেন, পিরিয়ড সংক্রান্ত কোনও সমস্যা হলে, সেটা জনসমক্ষে আনা যাবে না। বা কর্মক্ষেত্রে সেটা নিয়ে কথা বলা যাবে না। কিন্তু ইমনের এমন পোস্ট অনেক মহিলাকে তাঁদের সমস্যার কথা তুলে ধরতে সাহায্য় করছে।
এক অনুরাগী ফেসবুকে লিখেছেন, ”আপনার গানের অন্ধ ভক্ত আমি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বললেন, সেই সমস্যা আমাকে ছিঁড়ে খাচ্ছে বহু বছর। এই বিষয়ে বাড়ির মানুষদের সঙ্গে কথা বলতেও ইতস্তত বোধ করেছি এত দিন। একা-একা কষ্ট পেয়েছি। আজকে মনে হল, এমন লড়াইয়ে আপনাকে পাশে পেলাম।”
