অস্কার দৌড় থেকে ছিটকে গেল ইমনের গান, গায়িকা লিখলেন…
অস্কার দৌড় থেকে ছিটকে গেল ইমন চক্রবর্তীর গাওয়া গান 'ইতি মা'। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত 'পুতুল' ছবির গান শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারল না সেরা ১৫'র তালিকায়। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় নিজের জায়গা করতে পারলেও অস্কারের চূড়ান্ত দৌড়ে টিকে থাকতে পারল না ইমনের গান।
অস্কার দৌড় থেকে ছিটকে গেল ইমন চক্রবর্তীর গাওয়া গান ‘ইতি মা’। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারল না সেরা ১৫’র তালিকায়। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় নিজের জায়গা করতে পারলেও অস্কারের চূড়ান্ত দৌড়ে টিকে থাকতে পারল না ইমনের গান।
‘ইতি মা’ গানটি লেখেন গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুর দিয়েছেন সায়ন গঙ্গোপাধ্য়ায়। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় জায়গা করার পর সকলেই উচ্ছ্বসিত ছিলেন। ইমনকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন সবাই। শুধু তাই নয় ইমনও যে খুব খুশি ছিলেন সে কথাও জানিয়েছিলেন। অস্কার দৌড় থেকে ছিটকে যাওয়ার খবরও নিজেই জানালেন ইমন। নিজের ফেসবুকের পাতায় তিনি লেখেন, “অস্কারে সেরা ১৫ গানের মধ্যে নিজের জায়গা করে নিতে পারেনি ইতি মা।”
উল্লেখ্য, অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছিল ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছিল মোট ১৪৬টি গান। সেই তালিকাতেই ছিল ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি ‘পুতুল’ কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। সেই ছবিরই গান ‘ইতি মা’। চলতি বছর শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। তবে এত দূর পর্যন্ত যে এগোবে সেটাই ভাবতে পারেননি অনেকে। তাই যতটুকু পেয়েছেন তাতেই খুশি ছবির পরিচালক।