টলিপাড়ায় প্রেম, বিয়ে ভাঙা নিয়ে কী বললেন ইন্দ্রাশিস
'আজও অর্ধাঙ্গিনী' ছবিতে দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিস রায়কে। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। বড়পর্দাতেও কাজ করছেন। তবে ব্য়ক্তিগত জীবনের জন্যও বহু সময়ে চর্চায় থেকেছেন ইন্দ্রাশিস। টলিপাড়ায় প্রথম সারির একাধিক নায়িকার সঙ্গে প্রেম হোক বা বিয়ে ভাঙার কারণে হোক, তাঁকে নিয়ে আলোচনা থামেনি।

‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিস রায়কে। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। বড়পর্দাতেও কাজ করছেন। তবে ব্য়ক্তিগত জীবনের জন্যও বহু সময়ে চর্চায় থেকেছেন ইন্দ্রাশিস। টলিপাড়ায় প্রথম সারির একাধিক নায়িকার সঙ্গে প্রেম হোক বা বিয়ে ভাঙার কারণে হোক, তাঁকে নিয়ে আলোচনা থামেনি। এই বিষয়টাকে কীভাবে সামাল দেন অভিনেতা? TV9 বাংলায় এক সাক্ষাত্কারে ইন্দ্রাশিস জানালেন, ”প্রথমে ভয় করত। বাড়িতে খবরের কাগজ লুকিয়ে দিতাম। আমার এক বন্ধু আছে, যে ফোন করে বলত, আজকে কাগজটা লুকিয়ে দিতে হবে। মনে হতো, বাবাকে তো সামলে নেব। কিন্তু মা খুব বকা দেবে। আসলে আমি ২২ বছর বয়স থেকে কাজ করছি। সব কিছু ইন্ডাস্ট্রিতে এসেই শিখেছি। পরে বুঝেছি, এটা যেমন অনেকের সঙ্গে হয় না, তেমনই অনেকের মতো আমার সঙ্গে হয়। এটা চলতেই থাকবে।”
ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা, বিবাহবিচ্ছেদ এগুলো কি শিল্পী হিসাবে কাজে কোথাও প্রভাব ফেলে? নাকি এসব সামলে এগিয়ে যাওয়াই লক্ষ্য? ইন্দ্রাশিসের উত্তর, ”এটা না হওয়া বাঞ্ছনীয়। আমার আর সৌরভীর বিয়ে এবং বিবাহবিচ্ছেদটা ব্যক্তিগত ব্যাপার। আমরা মিলেমিশে একটা সিদ্ধান্ত নিয়েছি। ১৭ বছর টলিউডে কাজ করে আমার যে সহনশীলতা, সেটা তো বাবা-মায়ের নেই। সৌরভী আর তাঁর পরিবারের আরও নেই। তবে আমি সকলের কাছে থ্যাঙ্কফুল, পরিস্থিতি এমন হওয়ার পরও তাঁরা চাপটা বাড়িয়ে দেননি। বরং সকলে পাশে থেকেছেন। আমি শুধু এই কারণে খবরে থাকতে চাইব না। এরকম ঘটনা আমার মতো অনেকের জীবনে ঘটে। আর যাতে আমার জীবনে এমন কিছু না ঘটে, সেটাই চাই।”
