Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সইফের পর সারাও ছাড়লেন অমৃতার হাত! বাড়ি থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী?

Sara Ali Khan Controversy: সন্তানদের বড় করার জন্য খরচ বাবদ বরাবরই টাকা পাঠাতেন সইফ আলি খান। কিন্তু সারা বা ইব্রাহিম কোনওদিন মাকে ছেড়ে যায়নি। তবে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে অমৃতাকে একা ফেলে সারা বাড়ি ছাড়লেন।

| Updated on: Jan 08, 2024 | 9:38 PM
সারা আলি খান ও অমৃতা সিং, তাঁদের সম্পর্কের খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল। সে বিয়ের খবর হোক কিংবা বিচ্ছেদের খবর।

সারা আলি খান ও অমৃতা সিং, তাঁদের সম্পর্কের খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল। সে বিয়ের খবর হোক কিংবা বিচ্ছেদের খবর।

1 / 8
তবে দুই সন্তানকে নিয়েই নবাব বাড়ি ছেড়েছিলেন অমৃতা সিং। তিনি বরাবরই সারা আলি খান ও ইব্রাহিমকে নিয়ে থাকেন।

তবে দুই সন্তানকে নিয়েই নবাব বাড়ি ছেড়েছিলেন অমৃতা সিং। তিনি বরাবরই সারা আলি খান ও ইব্রাহিমকে নিয়ে থাকেন।

2 / 8
সন্তানদের বড় করার জন্য খরচ বাবদ বরাবরই টাকা পাঠাতেন সইফ আলি খান। কিন্তু সারা বা ইব্রাহিম কোনওদিন মাকে ছেড়ে যায়নি।

সন্তানদের বড় করার জন্য খরচ বাবদ বরাবরই টাকা পাঠাতেন সইফ আলি খান। কিন্তু সারা বা ইব্রাহিম কোনওদিন মাকে ছেড়ে যায়নি।

3 / 8
তবে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে অমৃতাকে একা ফেলে সারা বাড়ি ছাড়লেন। একটা গাড়ির পিছনে বোঝাই জিনিসের ছবি দিয়েছিলেন তিনি।

তবে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে অমৃতাকে একা ফেলে সারা বাড়ি ছাড়লেন। একটা গাড়ির পিছনে বোঝাই জিনিসের ছবি দিয়েছিলেন তিনি।

4 / 8
একটা নতুন জায়গায় বসে লিখেছিলেন নতুন শুরু। তাতেই সকলে অনুমান করে নিয়েছিলেন যে তিনি নতুন বাড়িতে শিফট করেছেন।

একটা নতুন জায়গায় বসে লিখেছিলেন নতুন শুরু। তাতেই সকলে অনুমান করে নিয়েছিলেন যে তিনি নতুন বাড়িতে শিফট করেছেন।

5 / 8
কিন্তু না। পরবর্তীতে তিনি স্পষ্ট করে দেন, তিনি কোথাও যাচ্ছেন না। নতুন শুরু মানে তিনি তাঁর আগামী ছবির শুটিং শুরুর কথা বলতে চেয়েছিলেন।

কিন্তু না। পরবর্তীতে তিনি স্পষ্ট করে দেন, তিনি কোথাও যাচ্ছেন না। নতুন শুরু মানে তিনি তাঁর আগামী ছবির শুটিং শুরুর কথা বলতে চেয়েছিলেন।

6 / 8
তবে ততদিনে খবর ছড়িয়ে যায়। তবে সারা যে ঠিক কতটা ভালবাসে তাঁর মাকে তা তাঁর ভক্তদের বলে বোঝাতে হবে না।

তবে ততদিনে খবর ছড়িয়ে যায়। তবে সারা যে ঠিক কতটা ভালবাসে তাঁর মাকে তা তাঁর ভক্তদের বলে বোঝাতে হবে না।

7 / 8
মাকে নিয়ে বছরে একটা ট্রিপ। যেকোনও বিশেষ দিনে মায়ের সঙ্গেই সময় কাটান সারা। মা তাঁর প্রিয় বন্ধু বারবার তা সাক্ষাৎকারে বলতে শোনা যায়।

মাকে নিয়ে বছরে একটা ট্রিপ। যেকোনও বিশেষ দিনে মায়ের সঙ্গেই সময় কাটান সারা। মা তাঁর প্রিয় বন্ধু বারবার তা সাক্ষাৎকারে বলতে শোনা যায়।

8 / 8
Follow Us: