২৫ মার্চ বিয়ে! কে জিতুর হবু বউ? TV9 বাংলায় মুখ খুললেন অভিনেতা
Jeetu Kamal: পাত্রী কে? কী তাঁর পরিচয়? চলছে বিস্তর আলোচনা। আলোচনার সূত্রপাত, এক পোস্টকে ঘিরে যা জিতু নিজেই করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, "অনেকেই যেহেতু জিজ্ঞাসা করছেন, তাই বলছি। আমি আমার সম্পর্ককে লুকোতে চাই না। তবে আমার পার্টনারের প্রাইভেসি রক্ষার দায়ও আমার। আগামী ২৫ মার্চ বিয়ে করছি।"

গত বছরই নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে জিতু কামালের। এরই মধ্যে টলিপাড়ায় জোর আলোচনা। আবারও নাকি বিয়ে করছেন জিতু কামাল। পাত্রী কে? কী তাঁর পরিচয়? চলছে বিস্তর আলোচনা। আলোচনার সূত্রপাত, এক পোস্টকে ঘিরে যা জিতু নিজেই করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, “অনেকেই যেহেতু জিজ্ঞাসা করছেন, তাই বলছি। আমি আমার সম্পর্ককে লুকোতে চাই না। তবে আমার পার্টনারের প্রাইভেসি রক্ষার দায়ও আমার। আগামী ২৫ মার্চ বিয়ে করছি। ইতিমধ্যেই কাছের বন্ধুদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমার পরিবার ভীষণ খুশি। আমিও।”
পাত্রী কে? এ নিয়েই যখন চলছে আলোচনা তখন টিভিনাইন বাংলা যোগাযোগ করে খোদ জিতুর সঙ্গেই। ফোন ধরতেই একচোট হাসলেন অভিনেতা। তারপর বললেন, “পরিচালক বলেছিলেন, ভাবো, ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আর আমি বলতে চাই পড়, পড়, পুরোটা পড়। কিন্তু কেউ তো সেটাই করছে না। সবাই একটা কিছু ভেবে ফেলে নিজের মতো করে অনেক কিছু ভেবে যাচ্ছে।” জিতু যে পোস্টটি করেছেন, তার শেষ দু’টি লাইনেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। কিন্তু ওই যে, সামাজিক মাধ্যমে সত্যি যাচাইয়ের অবকাশ যে নেই কারও। শেষ লাইনে জিতু স্পষ্টতই লিখে দিয়েছিলেন তাঁর ওই পোস্ট আদপে একাকীত্ব ঘোচানোর ‘খেলা’ মাত্র। লিখেছিলেন, “আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম (একঘেয়ে লাগছিল)’। আদপে বিয়ে টিয়ে কিছুই করছেন না তিনি। সবটাই ‘গিমিক’!
কিন্তু কেন এমনটা করতে গেলেন অযথা? আসন্ন ছবির প্রচার? জিতুর উত্তর, “না, এমনিই ইচ্ছে হল। ভাবলাম একটু অন্যরকম কিছু লিখি।” এ না হয় নিছক মজা। তবে সত্যিই কি আসন্ন ভবিষ্যতে বিয়ের প্ল্যানিং নেই তাঁর? জিতুর উত্তর, “প্ল্যান করে আর কিছু কি হয়? এবার একটা প্রেম করতে হবে। না না, প্রেম হওয়াতে হবে। প্রেম করব যদি ভাবি তবে হবে না।” এই ভাবনাটা আসবে কবে? নিজেকে সিঙ্গল দাবি করার জিতু মুচকি হেসে বললেন, “ওটাই তো সমস্যা। তবে দেখা যাক।” গত বছর নভেম্বরে নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছেন জিতু কামালের। নবনীতাকে নিয়ে এর আগে প্রেমের গুঞ্জন রটলেও জিতুকে নিয়ে এ যাবৎ রটেনি। তাঁর ওই পোস্ট নিছকই মজা, নাকি অদূর ভবিষ্যতে ভাল খবর শোনাবেন অভিনেতা? প্রশ্ন উঠছে ঘনিষ্ঠ মহলে।
