‘আমায় taken for granted করে নিয়েছে’, সইফকে নিয়ে বিস্ফোরক করিনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 04, 2024 | 7:58 PM

Relationship Gossip: বিবাহ বিচ্ছেদের পর সইফকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল করিনা কাপুর পরিবারে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এমন অনেকেই ছিলেন যাঁরা আমার ভাল চেয়ে উপদেশ দিয়েছিলেন, যাতে আমি এই বিয়েটা না করি।

আমায় taken for granted করে নিয়েছে, সইফকে নিয়ে বিস্ফোরক করিনা

Follow Us

করিনা কাপুর খান ও সইফ আলি খান। বলিউডের অন্যতম দাপুটে জুটি। যাঁদের নিয়ে নিত্য চর্চা থাকে তুঙ্গে। বেশ কয়েকদিন গোপনে প্রেম করে হঠাৎই বিয়ের খবর সামনে আনেন তাঁরা। যদিও এই বিয়েতে এক বৃহৎ শ্রেণি অখুশি ছিল বলেই দাবি করেছিলেন করিনা কাপুর খান। বিবাহ বিচ্ছেদের পর সইফকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল করিনা কাপুর পরিবারে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এমন অনেকেই ছিলেন যাঁরা আমার ভাল চেয়ে উপদেশ দিয়েছিলেন, যাতে আমি এই বিয়েটা না করি। কেরিয়ারের মধ্যগগণে দাঁড়িয়ে একজন ডিভোর্স করা অভিনেতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত আমার অভিনয় জীবনে প্রভাব ফেলতে পারে।

যদিও তেমনটা ঘটেনি কারণ, চুটিয়ে বিয়ের পরেও কাজ করে গিয়েছেন করিনা কাপুর খান। তবে সকলের দেওয়া সেই উপদেশ কি আদপে সত্যি হয়ে দাঁড়িয়েছে করিনা কাপুরের জীবনে? সইফের সঙ্গে কি সুখী নেই বেবো! এবার তেমনই প্রশ্ন উস্কে গেল তাঁর এক মন্তব্য। সদ্য নিজের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায় করিনা কাপুর খানকে। তাঁদের মাঝে সম্পর্কের সমীকরণ কেমন, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময় ওর থেকে উপদেশ নিয়ে থাকি। সইফও তাই করে থাকে। তবে আমি জানি না আমার উপদেশ ও গ্রহণ করে কি না। আমি ওর ছবির সমালোচক। তবে ও আমার ক্রিউ দেখেনি। বিশ্বাস করতে পার? ও শুটে ব্যস্ত ছিল। তবে আমায় ওর সব ছবি দেখতে হবে। সেক্ষেত্রে ও আমায় ‘taken me for granted’ করে নিয়েছে।’

করিনা কাপুর যদিও হাসতে হাসতেই এই মন্তব্য করেন। তবে যে কাজ তাঁকে করতে হয়, সেই কাজ সইফ কেন করেন না, তা নিয়ে প্রশ্ন তুলছে বেবোর ভক্তরা। অভিনেত্রীর সব ছবি কেনই বা দেখেন না সইফ, তবে কি উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি করিনাকেই এগিয়ে রাখেন? তবে ছবি নিয়ে জুটির সমীকরণ যেমনই হোক না কেন, ১২ বছর ধরে তাঁরা বেজায় সংসার করছেন। ভালবেসে সংসার পেতেছেন তাঁরা, রয়েছে দুই সন্তানও। সংসার কাজ পাল্লা দিয়ে সামলাচ্ছেন তাঁরা।

Next Article