AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘TMC, BJP, CPIM যোগাযোগ করেছে…’, কার হয়ে ভোটে দাঁড়াচ্ছেন লগ্নজিতা?

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোরও চলছে। সিনেপাড়াতেও সুর চড়াচ্ছেন কলাকুশলীরা। এই ঘটনার পর থেকেই বার বারই খবরের শিরোনামে উঠে আসছেন লগ্নজিতা। আর ঠিক এরই মাঝে বিনোদন দুনিয়ায় নতুন গুঞ্জন, লগ্নজিতা নাকি নির্বাচনে প্রার্থী হচ্ছেন! সত্য়িই কি তাই?

'TMC, BJP, CPIM যোগাযোগ করেছে...', কার হয়ে ভোটে দাঁড়াচ্ছেন লগ্নজিতা?
| Edited By: | Updated on: Dec 27, 2025 | 4:14 PM
Share

‘জাগো মা নয়, সেকুলার গান গাও…’, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অনুষ্ঠান করতে গিয়ে ঠিক এই কথাই শুনেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা। তাঁর অভিযোগ, ‘জাগো মা’ গান গাইতে গেলে তাঁকে স্টেজে উঠে বাধা দেয় তৃণমূল নেতার ছেলের। অভিযুক্ত মেহেবুব মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোরও চলছে। সিনেপাড়াতেও সুর চড়াচ্ছেন কলাকুশলীরা। এই ঘটনার পর থেকেই বার বারই খবরের শিরোনামে উঠে আসছেন লগ্নজিতা। আর ঠিক এরই মাঝে বিনোদন দুনিয়ায় নতুন গুঞ্জন, লগ্নজিতা নাকি নির্বাচনে প্রার্থী হচ্ছেন! সত্য়িই কি তাই?

সম্প্রতি আরামবাগে অনুষ্ঠান করার ফাঁকে লগ্নজিতা Tv9 বাংলার কাছে খোলসা করলেন সবটা। স্পষ্টই জানালেন, আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে তাঁর অবস্থান।

কী বললেন লগ্নজিতা?

টিভি নাইন বাংলাকে লগ্নজিতা জানান, ”আমি আগেই বলেছিলাম, ওই ঘটনার পর থেকে আমি ভবিষ্যতে যেখানেই অনুষ্ঠান করব, সেখানেই গাইব জাগো মা গানটি। এটাই আমার প্রতিবাদ। ‘

নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বলতে গিয়ে লগ্নজিতা বলেন, ”ওই ঘটনার পর আমার সঙ্গে শুধু বিজেপির নয়, তৃণমূল কংগ্রেসের বহু মানুষ যোগাযোগ করেছেন, সিপিএমের বহু মানুষ যোগাযোগ করেছেন, আমার বিনোদন জগতের বহু মানুষ যোগাযোগ করেছেন, পুলিশের উচ্চপদস্থকর্মীরা যোগাযোগ করেছেন। বহু মানুষ যোগাযোগ করেছেন।” এর পাশাপাশি লগ্নজিতা আরও বলেন, ”ইলেকশনের আর বেশিদিন নেই। আর একমাস, দুমাসের মধ্যেই সব প্রার্থী তালিকা বেরিয়ে যাবে। তখনই স্পষ্ট হয়ে যাবে, রাজনীতিতে আসছি কিনা। ”