১০ কোটিতে রাজি ঐশ্বর্য, পাকিস্তানের রাষ্ট্রপতির একরাতের ইচ্ছেপূরণ

Aishwarya Rai Controversy: প্রাথমিকভাবে ঐশ্বর্য রাইকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে ঐশ্বর্য রাই বচ্চন সেখানে উপস্থিত থাকেন না। তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে এবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা।

১০ কোটিতে রাজি ঐশ্বর্য, পাকিস্তানের রাষ্ট্রপতির একরাতের ইচ্ছেপূরণ
Follow Us:
| Updated on: May 15, 2024 | 7:35 PM

ঐশ্বর্য রাই বচ্চন, প্রথম থেকেই অভিনেত্রী সিনেপাড়ার অন্যতম চর্চিত স্টার। যাঁকে নিয়ে ভক্ত মনে উত্তেজনার পারদ বরাবরই তুঙ্গে। প্রাথমিকভাবে ঐশ্বর্য রাইকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে ঐশ্বর্য রাই বচ্চন সেখানে উপস্থিত থাকেন না। তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে এবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা।২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বর্য। এশিয়ানেট নিউজের খবর অনুযায়ী পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বর্যের বড় ভক্ত।

ঐশ্বর্যকে সাধারণত অধিকাংশ মানুষই মনে করে থাকেন বিশ্বের অন্যতম সুন্দরী নারী। ফলে সেই সেলেবকে দিয়ে দেশের বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করুক। তিনি তার জন্য নাকি মোট ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে তিনি এই অনুষ্ঠানে নাকি অংশ গ্রহণ করেছিলেন বলেই খবর। যদিও তার কোনও ছবি কিংবা কোনও ভিডিয়ো এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চনও কখনও এই প্রসঙ্গে মুখ খোলেননি। এখন কোনও তথ্যকে সম্মতিও দেননি।

তবে এই বিতর্ক বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছিল। যা নিয়ে রীতিমত তর্জা থাকে তুঙ্গে। একটা নির্দিষ্ট সময়ের পর ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে এই জল্পনা থিতিয়ে যায়। যদিও একাধিক সূত্র মারফৎ খবর তিনি সত্যি গিয়েছিলেন, তবে তার সত্যতা যাচাই করে দেখেনি TV9 বাংলা।